রোববারের আলাপন: ‘সিও নিয়ান দিবস’ থেকে শুরু হয় বসন্ত উত্সবের মূল প্রস্তুতি
2021-01-29 17:01:27

আকাশ: সুপ্রিয় শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ এবং আমি মো: এনামুল হাসান।

আকাশ: বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের একটি খবর আপনাদের সাথে শেয়ার করব, কেমন?

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি ‘বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ২০২২’ ও ‘বেইজিং শীতকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমস, ২০২২’-এর  প্রস্তুতিমূলক কাজের খোঁজ-খবর নিয়েছেন। রাজধানী স্টেডিয়ামে রাষ্ট্রীয় ফিগার স্কেটিং দল এবং শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং দলের প্রশিক্ষণ সম্পর্কে খোঁজ-খবর নেওয়ার সময় তিনি সময় মতো গেমস্‌ আয়োজনের ব্যাপারে নিজের আস্থার কথাও প্রকাশ করেন।

প্রেসিডেন্ট সি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের তিনটি বড় প্রতিযোগিতাস্থলের অন্যতম ‘ইয়ান ছিং’ জেলার রাষ্ট্রীয় আলপাইন স্কি সেন্টার ও রাষ্ট্রীয় স্লেড সেন্টারও পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমসের মাধ্যমে চীন ‘বরফ ও তুষার ক্রীড়া’র ক্ষেত্রে আরও এক ধাপ সামনে এগিয়ে যাবে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে এ নিয়ে চারবার প্রেসিডেন্ট সি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের খোঁজখবর নিতে সংশ্লিষ্ট এলাকাসমূহ পরিদর্শন করলেন।
ভাই, আপনি কী বলেন?
এনাম:...
সংগীত
আকাশ: এনাম ভাই, আমাদের সামনে আরেকটি বসন্ত উতসবের ধারাবাহিক উতসব আছে, তার নাম হচ্ছে ‘সিও নিয়ান’। 
এনাম: সিও নিয়ান?
আকাশ: হ্যাঁ। আপনি তো জানেন যে, বসন্ত উতসব চীনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব। তা আসলে কয়েকটি ধারাবাহিক উতসবের সমন্বিত রূপ। আগে আমরা আমাদের বন্ধুদের ‘লা পা’ দিবস সম্পর্কে বলেছি। আজকে আমরা ‘সিও নিয়ান’ দিবস সম্পর্কে কিছু কথা বলব, কেমন?

প্রিয় বন্ধুরা,  সিও নিয়ান দিবস থেকে বসন্ত উত্সবের মূল প্রস্তুতি শুরু করা হয়। এ দিন থেকে জনগণ কেনাকাটা, ঘর পরিষ্কার ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ শুরু করেন। পাশাপাশি এ দিবসটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দিনে পালন করা হয়। চীনের উত্তরাঞ্চলে এ দিবসটি পালিত হয় চীনের চন্দ্রপঞ্জিকার হিসেবে ডিসেম্বরের ২৩ তারিখ। আর দক্ষিণাঞ্চলে পালিত হয় ২৪ ডিসেম্বর, অর্থাৎ তার পরের দিন । 

এনাম: আচ্ছা। ভাই, তাহলে সিও নিয়ানতে চাইনিজরা কী কী করেন? এ ব্যাপারে কী রীতিনীতি রয়েছে?
আকাশ: ভাই, আসলে বিভিন্ন অঞ্চলের রীতিনীতিও ভিন্ন। আমি আমার জন্মস্থানে বা আমার পরিবারের  সিও নিয়ানের রীতিনীতি নিয়ে বন্ধুদেরকে বলব, কেমন? 

প্রিয় বন্ধুরা, আমার জন্মস্থান চীনের উত্তরাঞ্চলে হ্য পেই প্রদেশে অবস্থিত। সিও নিয়ান দিবসে আমার ছোটবেলায় আমার বাবা-মা দাদা-দাদির বাসা পরিস্কার করতেন। 
এনাম: ঘর পরিস্কার করতেন, তাইনা?

আকাশ: হ্যাঁ। এ বিশেষ দিনে খুব ভালভাবে বাসা পরিস্কার করা হয়। ভাই, বাংলাদেশে কোন দিন বা দিবসটিতে ঘর-বাড়ি পরিস্কার করা হয়? এ ধরনের রীতিনীতি কী আছে?

এনাম:...

আকাশ: অনেক মজার। ভাই, আমি আগে বলেছি, বিভিন্ন অঞ্চলে সিও নিয়ান দিবসের বিভিন্ন রীতিনীতি আছে। যেমন: কিছু অঞ্চলে মিষ্টি খাওয়া হয়, আবার কিছু অঞ্চলে গোসল করা এবং চুল কাটানো এ উতসবের অংশ। 
এনাম: অনেক মজার!...