বৈশ্বিক প্রশাসনের উন্নয়নের পথ বাতলিয়েছে ‘চীনা প্রস্তাব’: সিআরআই সম্পাদকীয়
2021-01-28 19:18:07

জানুয়ারি ২৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত সোমবার সন্ধ্যায় বেইজিং থেকে এক ভিডিও সংযোগের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ডাভোস ফোরামে অংশগ্রহণ করে এক বিশেষ ভাষণ দিয়েছেন।

তিনি বলেন, ‘একবিংশ শতকে বহুপক্ষবাদের আরও উন্নয়ন করা উচিত। ব্যাপক আলোচনা ও মতৈক্যের ভিত্তিতে বৈশ্বিক প্রশাসন ব্যবস্থার সংস্কার ও উন্নয়ন করা প্রয়োজন’। বৈশ্বিক প্রশাসনের উন্নয়নের সম্পর্কে প্রেসিডেন্ট সির প্রস্তাবের প্রতি আন্তর্জাতিক সমাজের ইতিবাচক সাড়া মিলেছে। রাশিয়ান গেজেট পত্রিকার এক সম্পাদকীয়তে বলা হয়, মহামারী-উত্তর যুগের বিশ্ব ব্যবস্থার প্রতি সি চিন পিং ‘ডাভোস ধারণা’ উত্থাপন করেছেন। 

‘একসাথে আলোচনা, একসাথে প্রতিষ্ঠা, একসাথে ভাগাভাগি’--এটা হচ্ছে বৈশিক প্রশাসনের ব্যাপারে চীনের প্রস্তাব। এর আগে ২০১৭ সালে প্রথম বার ডাভোস ফোরামে ভাষণ দেওয়ার সময় সি চিন পিং বলেছিলেন, 

‘শুধুমাত্র আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামোর নতুন দাবীর সাথে সঙ্গতিপূর্ণ হলেই, বৈশ্বিক প্রশাসন ব্যবস্থা বৈশ্বিক অর্থনীতির জন্য শক্তিলাশি নিশ্চিয়তা প্রদান করতে পারে।’ চার বছর পর, এবার সি চিন পিং আবার ‘কীভাবে বৈশ্বিক প্রশাসনকে উন্নয়ন করা যায়’—তার জন্য চীনা প্রস্তাব উত্থাপন করেছেন। 

বর্তমান বিশ্বে অনেক ধরনের সমস্যা রয়েছে। শুধুমাত্র সব পক্ষ বহুপক্ষবাদের চেতনাকে ধারন করে ব্যাপক আলোচনার মাধ্যমে সেসব সমস্যা সমাধান সম্ভব। এ প্রক্রিয়ায় চীন আরও ইতিবাচক ভূমিকা পালন করবে। চীন মানব জাতির আরও সুন্দর ভবিষ্যত সৃষ্টি করার জন্য অবদান রাখবে বলে সিআরআইয়ের এক সম্পাদকীয়তে বলা হয়। (আকাশ/একাশ/রুবি)