স্যান্ডি ল্যাম
2021-01-27 13:41:51

স্যান্ডি ল্যাম_fororder_u=402669965,3493880981&fm=26&gp=0

স্যান্ডি ১৯৬৬ সালের ২৬ এপ্রিলে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ী চীনের জেচিয়াং প্রদেশের নিংবো শহর। তিনি একজন চাইনিজ পপ সংগীত শিল্পী, চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনেত্রী এবং সঙ্গীত প্রযোজক। স্যান্ডি একটি সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠেন। তাঁর বাবা ভাল এরহু বাজান এবং মা চীনের স্থানীয় শাওসিং অপেরার সঙ্গে যুক্ত। ১৯৮৫ সালে তিনি প্রথম একক ক্যান্টনিজ অ্যালবাম ‘লিন ইলিয়ান’ প্রকাশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ১৯৯০ সালে তিনি তাঁর প্রথম ম্যান্ডারিন অ্যালবাম ‘যে বাড়িতে ফিরে আসতে না চায়, তার প্রেমে পড়ে গেছি প্রকাশ করেন। তাহলে, শুরুতে আমি আপনাদের ওই অ্যালবামের শিরোনাম সংগীত শোনাচ্ছি, কেমন?

স্যান্ডি ল্যাম_fororder_src=http___n1.itc.cn_img8_wb_recom_2017_02_14_148703118463637577.JPEG&refer=http___n1.itc

১৯৯২ সালে স্যান্ডি তাইওয়ানের বিখ্যাত সুরকার লি জোংশেং-এর সঙ্গে ‘বিদায় আমার উপপত্নি’ চলচ্চিত্রের জন্য ‘হারানো ভালবাসা’ গানটি গান। গানের সুর প্রাকৃতিক, ঠিক হৃদয়কে আন্দোলিত করার মতো। একজোড়া প্রেমিক ব্যর্থতা কাটানোর পর একে অপরকে হৃদয়ের কথা বলছে। এখন গানটি শুনুন।

   স্যান্ডি ল্যাম_fororder_src=http___qiniuimg.qingmang.mobi_image_orion_af18c3c5fa412e8e8ccc3cc871c784d1_800_495.jpeg&refer=http___qiniuimg.qingmang

‘ক্ষত’ ১৯৯৫ সালে স্যান্ডি প্রকাশিত একটি গান। এ গানটি তাঁর অ্যালবাম ‘লাভ, স্যান্ডি’তে সংকলিত হয়। একই বছর গানটি দ্বিতীয় চ্যানেল [ভি]’র টপ ২০ গান পুরষ্কার জিতে।

 

 ‘আমি কে? সেটা গুরুত্বপূর্ণ নয়’ হচ্ছে ১৯৯৩ সালে স্যান্ডি প্রকাশিত একটি অ্যালবাম। একই নামের গান একাকী জীর্ণশীর্ণ শহুরে এক নারীর অসহায় অনুভূতি বর্ণনা করেছে। যদিও স্যান্ড সুন্দরী নয়, কিন্তু তাঁর মেয়েলি শখ অনেক বেশি। আপনার সাথে সারা রাত কথা বলার নারী।

স্যান্ডি ল্যাম_fororder_src=http___i.shangc.net_2017_0301_20170301042041255&refer=http___i.shangc

‘আমি তোমাকে ভুলতে পারব না’ হচ্ছে ‘স্মৃতি যুদ্ধ’ চলচ্চিত্রের থিম সং। গানটি ২০১৭ সালে স্যান্ডির ‘গাইয়া’ নামের অ্যালবামে প্রকাশিত হয়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের গানটি শোনাই।

 

‘সংবেদনশীল’ হলো স্যান্ডি’র খুবই জনপ্রিয় গানগুলোর অন্যতম। গানটি ২০০০ সালে স্যান্ডি প্রকাশিত অল্যাবাম ‘লি ইলিয়ানে’ আন্তর্ভূক্ত হয়। গানটি পাশাপাশি ‘আন্না ও দ্য কিং’ চলচ্চিত্রের চীনা ভাষায় থিম সং। গানটির বিভিন্ন ধরনের সংস্করণ আছে। আজ আমরা এর মধ্যে অন্যতম সংস্করণটি শুনবো, কেমন?

স্যান্ডি ল্যাম_fororder_src=http___mmbiz.qpic.cn_mmbiz_jpg_J3C2CPPLEic7d8IZgEriary3mTyvUeFPuicC87mznohH8loPibR5J4UUQh5wENrnic7Q6tbbibS5aAkomWXM0S0HIZlA_0_wx_fmt=jpeg&refer=http___mmbiz.qpic

বন্ধুরা, গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে স্যান্ডি’র আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘যখন আমার চোখের সামনে শুধু তুমি’। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে।