মহামারির পরে উহান
2021-01-27 17:05:41

মহামারির কারণে এক সময় বিশ্বের দৃষ্টির একেবারে কেন্দ্রে ছিল উহান। মহামারি নিয়ন্ত্রণের পর এ শহরটি এখন কেমন আছে?  শুরুতে আমরা উপাত্তের মাধ্যমে উহানের অবস্থা জানাব আপনাদের।

উহান একটি রাতের শহর। সেখানে রাতের অর্থনীতি খুবই সমৃদ্ধ। কারণ উহানের বাজারগুলো রাতে বসে থাকে। বিদায়ী ২০২০ সালের তৃতীয় প্রান্তিকে উহানের রাতের বাজারের কেনাকাটার পরিমাণ গত প্রান্তিকের তুলনায় ৯৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ওই বছরের চতুর্থ প্রান্তিকে এর পরিমাণ ২০১৯ সালের মানে ফিরেছে।

উহানের হুয়াং হ্য টাওয়ার ২০২০ সালে চীনের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানের অন্যতম হওয়ার মর্যাদা লাভ করে। গত বছরে ১কোটি ৮৮লাখ ২৪হাজার ৬০০জন পর্যটক উহান ভ্রমণ করেন। ফলে পর্যটন শিল্পের আয় ৯২১.৯কোটি ইউয়ানে দাঁড়ায়।

২০২০ সালের ফেব্রুয়ারির তুলনায় ২০২১ সালের জানুয়ারিতে উাহনের পরিবহন ব্যবস্থা আরও গতিশীল হয়েছে। বেইজিং-কুয়াং জচৌ, বেইজিং-হংকং  ও শাংহাই-উহানসহ নানা গুরুত্বপূর্ণ রেল লাইন উহানের মধ্য দিয়ে চালু হয়েছে। এসব কারণে উহানকে চীনের হাই স্পিড ট্রেনের হৃদপিণ্ড বলা হয়।

২০২০ সালে উহানের থিয়ান হ্য বিমান বন্দরের মাধ্যমে ৯,৩৬০কোটি আন্তঃসীমান্ত ই-বাণিজ্য অর্ডার নিস্পন্ন হয়, যা ২০১৯ সালের তুলনায় ৫গুণ বেশি। নৌ পরিবহনও উহানের গুরুত্বপূর্ণ শিল্প। উহানের ইয়াং লু বন্দর ছাং চিয়াং নদীর উচ্চ ও মাঝারি অববাহিকা অঞ্চলের বৃহত্ কনটেইনার বন্দর। ২০২০ সালে উহান- ইউরোপ রেল পথ ধরে যাত্রিবাহী ট্রেন ও মালবাহি কন্টেইনারসমূহ মোট ২০লাখ ৪০হাজার কিলৌমিটার পাড়ি দেয়। এটি গোটা পৃথিবীকে ৫১বার প্রদক্ষিণ করার সমান।

উহানে রয়েছে বিশ্বের বৃহত্তম অপটিকাল ফাইবার উত্পাদন কেন্দ্র এবং ওই শহরে স্থাপিত হয়েছে  ২৫হাজারেরও বেশি ৫জি স্টেশন।

২০২০সালের প্রথম তিন প্রান্তিকে উহানের জিডিপির বৃদ্ধি ছিল গোটা চীনের বৃদ্ধির গড় হারের তুলনায় ৬.৮শতাংশ বেশি। উহান চীনের প্রথম দশটি বৃহত্ অর্থনীতির একটির অবস্থানে ফিরে এসেছে।  একাদশ উহান বিনিময় মেলায় অনলাইন ও অফলাইনে স্বাক্ষরিত চুক্তির মোট পরিমাণ ছিল ৩৫,৬১০কোটি ইউয়ান।  উহান একটি মহান শহর এবং একটি বীরের শহর। মহামারির পর দ্রুত এ শহরের পুনরুত্থান হয়েছে।

(শিশির/এনাম/রুবি)