তুষার
2021-01-27 08:50:15

তুষার_fororder_9885883_160033895000_2

চীনের অধিকাংশ প্রদেশে শীতকালে অনেক শীত হয়। এ সময় আবহাওয়া ঠান্ডা থাকে, পৃথিবী অনুর্বর হয়ে পড়ে, লোকেরাও সহজেই অসুস্থ হয়, এ সময় সবকিছু রুক্ষ হয়ে পড়ে। শুধু একটি ব্যাপার ভিন্ন, তা হলো তুষার পড়া! চীনের অনেক প্রদেশে শীতকালে তুষার পড়া খুবই সাধারণ ব্যাপার; তবে মানুষ সবসময় সাধারণ এই ব্যাপারে দারুণ খুশি হয়। তা হয়তো তুষারের জাদু। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তুষারসংক্রান্ত কিছু গান শুনবো।

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা একসঙ্গে চীনের খুব জনপ্রিয় একটি সুন্দর গান ‘তুষার পড়া’ শুনবো। গান ১

চীনারা মনে করি তুষার পড়া কল্যাণের প্রতীক। চীনে একটি প্রবাদ প্রচলিত আছে। শীতকালে ভারী তুষার পড়লে পরের বছর প্রচুর ফলন হয়। তাই শীতকাল আসলেই তুষারপাতের প্রত্যাশা করে চীনারা। বর্তমানে চীনের অনেক জায়গায় তুষার পড়েছে, বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে। তুষারপাত খুবই সাধারণ ব্যাপার হলেও তা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। তাপমাত্রা, আবহাওয়ার আর্দ্রতাসহ কিছু শর্ত পূরণ হলেই কেবল তুষার পড়তে পারে। এই শীতকালে আশেপাশের অনেক জায়গায় তুষার পড়লেও বেইজিংয়ে এখন পর্যন্ত তুষার পড়েনি! এতে বোঝা যায়, তুষারপাত অনেক সৌভাগ্যের ব্যাপার।

বন্ধুরা, এখন শুনুন চীনা গান ‘তুষারের অপেক্ষা’।গান ২

তুষার লোকদের অনেক আনন্দ দেয়। স্নোম্যান তৈরি, স্নোবল লড়াই, স্কিইং ইত্যাদি বেশ মজার কাজ। এসব বিনোদনের মধ্যে বরফ ভাস্কর্য পরিদর্শন চীনে সবচেয়ে জনপ্রিয় একটি কর্মসূচি। আর বরফ ভাস্কর্যের জন্য হারবিন বিখ্যাত স্থান। তুষার ও বরফের তৈরি বিভিন্ন ভাস্কর্য আর রঙিন লাইটের সমন্বয়ে ওয়ান্ডারল্যান্ডের মতো পৃথিবী গড়ে ওঠে। এমন তুষার ও বরফের পৃথিবী যেমন সুন্দর তেমন ঠান্ডা। কিন্তু তা লোকদের বরফ ভাস্কর্য দেখার উদ্যম কমাতে পারে না।

বন্ধুরা, এখন শুনুন ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড ফিল্ম ‘Frozen’র একটি প্রফুল্ল গান, ‘do you want to build a snowman’?গান ৩

চীনে তুষার নিয়ে রোমান্টিক একটি ধারণা প্রচলিত আছে। চীনারা মনে করে এক দম্পতি একসঙ্গে বৃদ্ধ হয়। তাদের চুল সাদা হয়ে যায়। একসঙ্গে জীবন কাটানো খুব সুখ ও সৌভাগ্যের ব্যাপার। আর তুষারের মধ্যে দিয়ে হাঁটলে তুষার লেগে চুল সাদা হয়ে যায়। যেন এক মুহূর্তে সারা জীবন কাটানো হয়! তাই চীনা সংস্কৃতিতে প্রিয় লোকের সঙ্গে তুষারে হাঁটা খুব রোমান্টিক একটি ব্যাপার।

বন্ধুরা, এখন শুনুন চীনা গান ‘Sentimental’।গান ৪

চীনে একটি জনপ্রিয় ফুল শীতকালে ফোটে- তা হলো পাম (plum) ফুল। আবহাওয়া যত ঠান্ডা হয় ফুলের সুগন্ধ ও সৌন্দর্য তত বৃদ্ধি পায়। এই বৈশিষ্ট্যের জন্য পাম ফুল চীনা সংস্কৃতিতে ফুলের প্রতিনিধি। চীনারা তো অনেক সময় পাম ফুলকে ও তুষারের সঙ্গে উল্লেখ করে। বিশেষ করে চীনের প্রাচীন কবিতা ও ছবিতে তুষারের মধ্যে পাম ফুল ফোটার দৃশ্য দেখা যায়; আর চীনা ভাষায় এজন্য একটি সুন্দর শব্দ আছে: থা শিয়ে শুন মে।

বন্ধুরা, এখন একটি সুন্দর চীনা গান ‘থা শিয়ে শুন মে’ শুনবো।গান ৫

এখন আমরা শুনবো চীনের খুব জনপ্রিয় একটি গান, গানের নাম ‘স্নোম্যান’। গেয়েছেন চীনের তাইওয়ানের গায়িকা ফেন সিয়াও সিয়ান। গানটি ১৯৯৬ সালে প্রকাশের পর অনেক পুরস্কার পায় এবং এখন পর্যন্ত এটি বেশ জনপ্রিয়। ‘স্নোম্যান’ আসলে একটি দুঃখের প্রেমের গান। গানে বলা হয় এক ধরনের প্রেম, তা স্নোম্যানের মত বিশুদ্ধ ও সুন্দর, তবে বসন্তকাল আসলে তা বিলীন হয়ে যায়।

বন্ধুরা, এখন এই চমত্কার গান- ‘স্নোম্যান’ শুনবো।গান ৬

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শুনবো চীনা গায়ক শিয়ু সোংয়ের একটি ব্যালেড ‘স্নো’। আশা করি,এই কবির সুন্দর গানটি আপনাদের ভালো লাগবে।   গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন।আবারও কথা হবে।