টিকার অভাব: সমাধানের পথ কী?
2021-01-27 11:04:14

জানুয়ারি ২৭: প্রিয় বন্ধুরা, গেল ২০২০ সালে বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার ফলে, বিভিন্ন দেশের অর্থনীতি ও সমাজের ওপর বিশাল আঘাত আসে। দ্রুত মহামারীর বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য সারা বিশ্বে তাই টিকা নিয়ে গবেষণা শুরু হয়। সম্প্রতি কোনো কোনো টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে ইতিবাচক অগ্রগতি অর্জনের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি দেশে ব্যাপক আকারে টিকাদানের কাজও শুরু হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া ও ইসরাইলসহ ৪০টিও বেশি দেশ নভেল করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরু করেছে।  বিভিন্ন দেশ ও অঞ্চলে টিকাদানের কাজ চালানোর সাথে সাথে টিকার সরবরাহের অভাব এবং বন্টনের অন্যায্যতাসহ বিভিন্ন সমস্যা দিন দিন স্পষ্ট হয়ে উঠেছে।