সংবাদ পর্যালোচনা চীনা টিকা মহামারী মোকাবিলায় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে: তুর্কি স্বাস্থ্যকর্মী
2021-01-27 16:46:39

সংবাদ পর্যালোচনা চীনা টিকা মহামারী মোকাবিলায় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে: তুর্কি স্বাস্থ্যকর্মী_fororder_0127shishi1

জানুয়ারি ২৭: তুরস্কের ওষুধ ও চিকিত্সাসরঞ্জাম ব্যুরো গত ১৩ জানুয়ারি জরুরিভাবে চীনের সিনোভ্যাক কম্পানির করোনা টিকার ব্যবহার অনুমোদন করে। আর গতকাল (মঙ্গলবার) পর্যন্ত তুরস্কে মোট ১৪ লাখ ১০ হাজার মানুষ চীনের সিনোভ্যাকের টিকা গ্রহণ করেছে। তাদের মধ্যে চিকিত্সক বা স্বাস্থ্যকর্মীদের টিকা প্রদানে অগ্রাধিকার দেওয়া হয়। তুরস্কের অধিকাংশ স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ টিকা নিয়েছেন। তাদের মন্তব্য, চীনা টিকা মহামারী মোকাবিলায় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এখন শুনুন এ সম্পর্কিত সংবাদ পর্যালোচনা, পরিবেশন করছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

গত ১৪ জানুয়ারি থেকে তুরস্কে দেশব্যাপী চীনের সিনোভ্যাকের করোনা টিকা প্রদান শুরু হয়। এক্ষেত্রে প্রথম সারিতে আছেন চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা। গুরবুজ আয়াজ ইস্তাম্বুলের একটি হাসপাতালের উপ-মহাপরিচালক। ১৪ তারিখ তার হাসপাতালে তিনিই প্রথমে টিকা গ্রহণ করেন। আয়াজ বলেন,

“আমাদের হাসপাতালে প্রথম টিকাগ্রহণকারী হিসেবে আমি খুব আনন্দিত। এ টিকা আমাদের জানামতে, একটি ভাইরাস-নিষ্ক্রিয়কারী টিকা। আমি বিশ্বাস করি, এ টিকা অন্যান্য কার্যকর টিকার মতো আমাদের রক্ষা করবে।”

সংবাদ পর্যালোচনা চীনা টিকা মহামারী মোকাবিলায় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে: তুর্কি স্বাস্থ্যকর্মী_fororder_0127shishi2

একই দিন আঙ্কারা শহর হাসপাতালে টিকা প্রদানের কাজও সুষ্ঠুভাবে চলছিলো। উগুর কুরা এ আঙ্কারা শহর হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপক। তার টিকা নেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন,

“আমার খুব ভাল লাগছে। কোনো সমস্যা নেই। আমার শরীর এখন খুব ভাল আছে। টিকা নেওয়ার পর আমি ১৫ মিনিট অপেক্ষা করেছি। পরে ডাক্তার আমার শরীর চেককাপ করেন। কোনো সমস্যা নেই। আমি খুব ভাল আছি। ”

 

আঙ্কারা শহর হাসপাতালের চিকিত্সক আহমেত ওম্মা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সারিতে অনেক দিন ধরে কাজ করছেন। তিনি আন্তরিকভাবে বলেন, তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনিসহ অনেক চিকিত্সক ভাইরাসে আক্রান্ত হয়ে ক্লান্ত হয়েছেন, ভুগেছেন। তবে, চীনা টিকা মহামারী মোকাবিলায় তাদের আত্মবিশ্বাস আবার বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন,

“চীনা টিকা নিশ্চয় মহামারী মোকাবিলায় আমাদের সহায়ক হবে। আমরা খুব আশাবাদী। টিকা নেওয়ার পর আক্রান্ত রোগীর সংখ্যা কমে যাবে বলে আশা করছি। চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের ওপর চাপও তখন অনেক কমে যাবে।”

সংবাদ পর্যালোচনা চীনা টিকা মহামারী মোকাবিলায় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে: তুর্কি স্বাস্থ্যকর্মী_fororder_0127shishi3

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকা তথ্যমঞ্চের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ২৬ জানুয়ারি পর্যন্ত তুরস্কে মোট ১৪ লাখ ১০ হাজার মানুষ চীনা টিকা নিয়েছেন। অধিকাংশ চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। তাদের কারণে  সাধারণ মানুষও টিকা নেওয়ার ব্যাপারে বেশ আশাবাদী হয়েছে। চিকিত্সকরা জনসাধারণকে টিকা নিতে উত্সাহ দিচ্ছেন। ডাক্তার আয়াজ বলেন,

“আশা করি, সবাই টিকা নেবে। আশা করি, চীনা টিকা আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য সহায়ক প্রমাণিত হবে। আমি আবার সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”  

(ইয়াং/আলিম/ছাই)