বিশ্বে কোন ধরনের বহুপক্ষবাদের প্রয়োজন--তার জবাব ‘চীনা প্রস্তাব’: সিআরআই সম্পাদকীয়
2021-01-26 18:43:58

জানুয়ারি ২৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) সন্ধ্যায় বেইজিং থেকে এক ভিডিও সংযোগের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ডাভোস ফোরামে অংশগ্রহণ করে এক বিশেষ ভাষণ দিয়েছেন। 

তিনি বলেন, বিশ্ব এখন নানা জটিল সমস্যার সম্মুখীন। এসব মোকাবিলার পদ্ধতি হচ্ছে বহুপক্ষপাদ রক্ষা ও বাস্তবায়ন এবং মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। 

প্রেসিডেন্ট সি তাঁর ভাষণে ‘বিশ্বে কোন ধরনের বহুপক্ষবাদের প্রয়োজন’ তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এতে বিশ্বে মহামারী প্রতিরোধে সহযোগিতা, বিশ্বের অর্থনৈতিক পূনরুদ্ধার, ও মহামারী-উত্তর যুগে বিশ্বায়নের সঠিক দিক-নিদের্শনা রয়েছে।
 
চার বছর আগে প্রেসিডেন্ট সি ডাভোস ফোরামে তাঁর ভাষণে অর্থনৈতিক বিশ্বায়নের উপর গুরুত্বারোপ করার কথা বলেছিলেন। এবারের ভাষণে তিনি বহুবক্ষবাদের উপর গুরুত্বারোপ করেন। কারণ চার বছরের আগের তুলনায় বর্তমান বিশ্ব অর্থনৈতিক মন্দা সহ আরও বেশি সমস্যার সম্মুখীন। মহমারী ও পরিবর্তিত পরিস্থিতি বিশ্বকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। 

মানব জাতি আবারও নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তাই বিশ্বের সবাই চীনের কণ্ঠস্বর শুনার প্রত্যাশা করছে। ঠিক এমন সময়ে চীনের প্রেসিডেন্টের ভাষণ সবার প্রত্যাশা পূরণ করেছে বলে সিআরআই-এর এক সম্পাদকীয়তে মন্তব্য করা হয়েছে।  

প্রেসিডেন্ট সি অত্যন্ত যথোচিতভাবে বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলার একমাত্র পথ হিসেবে বহুপক্ষবাদ রক্ষা ও বাস্তবায়ন এবং মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা করাকে চিহ্নিত করেছেন। আর এটা হচ্ছে সি চিন পিং উত্থাপিত ‘চীনা প্রস্তাব’। 

চীনের প্রেসিডেন্ট বহুপক্ষবাদের ব্যাখা করে বলেন, বহুপক্ষবাদের অর্থ হচ্ছে আন্তর্জাতিক বিষয়ে সবাই একসাথে আলোচনা করবে, এবং বিশ্বের ভবিষ্যত ও ভাগ্য সব দেশ একসাথে উপলব্দি করবে। তাঁর ব্যাখ্যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ‘সংলাপ’। তিনি বরাবরই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সংলাপের নীতি বজায় রাখেন। এটি সব সময়ই সাফল্যের একমাত্র সঠিক পথ হিসেবে প্রমাণিত হয়ে আসছে। 

সংলাপের চেতনা ধারন করে বহুপক্ষবাদ বাস্তবায়ন করাই হচ্ছে মানব জাতির সামনে এগিয়ে যাওয়ার সঠিক পথ। চীন মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা করার কাজকে এগিয়ে নিচ্ছে। এটি মানব জাতির সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখবে বলে সিআরআইয়ের সম্পাদকীয়তে বলা হয়। (আকাশ/এনাম/রুবি)