প্রণয়ী
2021-01-25 10:00:21

প্রণয়ী_fororder_b8014a90f603738d13f07fc1b51bb051f919ec9f

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের মঙ্গোলিয়া জাতির একজন নারী কন্ঠশিল্পীর পরিচয় দেবো এবং তাঁর কণ্ঠে গান শোনাবো। তিনি হলেন আরুনা। তিনি ১৯৮৬ সালের ১২ অক্টোবর ইনার মঙ্গোলিয়ার উলানছাবে জন্মগ্রহণ করেন। তিনি মিজু ইউনির্ভাসিটি অব চায়নার রচনা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০০৯ সালে তিনি সিসিটিভি আয়োজিত ‘সুপার স্টার’ নামের সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০১১ সালে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘ভালবাসা ফুটেছে’ শীর্ষক গান। গানটি তাঁর প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আরুনা’র কন্ঠে ‘ভালবাসা ফুটেছে’ শীর্ষক গান। ২০১২ সালে তিনি মালয়েশিয়ার নবম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংগীত উত্সবে পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন ২০১৩ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চীনের বিশেষ দূত। ২০১৪ সালের মার্চ মাসে তিনি মার্কিন অস্কার পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং এশিয়ার পারফর্মিং নতুন অভিনেত্রীর অ্যাওয়ার্ড লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ছায়া আঁকা’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আরুনা’র কন্ঠে ‘ছায়া আঁকা’ শীর্ষক গান। আরুনার পিতা মঙ্গোলীয় জাতির মানুষ, মা তিব্বতী জাতির মানুষ। তাঁর দাদা ছিলেন বিখ্যাত্ কন্ঠশিল্পী, মা ইনার মঙ্গোলিয়া রেডিও কোরাসের কন্ঠশিল্পী, চাচা একজন বিখ্যাত্ চলচ্চিত্র এডিটর। ২০১৩ সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত আরুনা দাদা ও ফুপির সঙ্গে ট্যুর কনসার্ট আয়োজন করেন। একই বছরের সেপ্টেম্বরে তিনি নিউইয়র্ক ফ্যাশন সপ্তাহে অংশ নেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আজ আমি পুনরায় তোমার কথা পড়েছি’ শীর্ষক গান। তিনি নিজে গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। চলুন, আমরা গানটি শুনবো।

প্রণয়ী_fororder_503d269759ee3d6de23fcf6643166d224e4adea6

বন্ধুরা, শুনছিলেন আরুনা’র কন্ঠে ‘আজ আমি পুনরায় তোমার কথা পড়েছি’ শীর্ষক গান। ২০১৩ সালে তিনি ‘সবচেয়ে সুন্দর নববধূ’ শীর্ষক গান গেয়েছেন। গানটি তখন চীনের অনেক মানুষের বিয়ের অনুষ্ঠানের থিম সং হিসেবে ব্যবহৃত হতো। ২০১৪ সালে তিনি একটি ইংরেজি সংগীত প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘যে ভালবাসা আমি চাই’ শীর্ষক গান। গানটি প্রথম গেয়েছেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী দাই ফেই নি। গানটি ২০০১ সালে রিলিজ হয়। দাই ফেই নি নিজে গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আরুনা’র কন্ঠে ‘যে ভালবাসা আমি চাই’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘প্রণয়ী’ শীর্ষক গান শোনাবো। গানটিতে বলা হয়েছে: যখন আকাশ নীল থাকে না, যখন ফুল সুন্দর লাগে না, তখন চিন্তার জগত তৃণভূমিতে ভরপুর। প্রণয়ী কেন আমার কাছে নাই? শরত্কালে গোটা বিশ্ব সোনালী আভায় ভরপুর। আমরা দু’জন একে অপরের ওপর নির্ভর করি।  তোমার ভালবাসা আমি উপভোগ করি। আমার হৃদয় তোমার সঙ্গে দূরে হারিয়ে গেছে। প্রণয়ী, আমার প্রেমিকা। তুমি আমার সূর্য।

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন আরুনা’র কন্ঠে ‘প্রণয়ী’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ভালবাসার সংগীত’ শীর্ষক গান শোনাবো। গানটি প্রথমে গেয়েছেন কন্ঠশিল্পী বান ইয়াং। গানটিতে বলা হয়েছে: এই পৃথিবী ধোঁয়ায় পূর্ণ, কিন্তু  রোম্যান্স আছে। ভালবাসা ত্যাগ করতে পারি না, কিন্তু তা আপনাকে অসন্তুষ্ট করবে। কান্নার পর হাসছি। আগের স্মৃতি মনে আছে। চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ফেই)