রূপান্তরিত করোনাভাইরাস আরও মারাত্মক হতে পারে: বৃটিশ প্রধানমন্ত্রী
2021-01-23 18:00:01

 

স্থানীয় সময় গতকাল (শুক্রবার) বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন  মহামারি বিষয়ক এক সাংবাদিক সম্মেলনে বলেন, বৃটেনে আবিষ্কৃত নতুন প্রজাতির করোনাভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি আরও মারাত্মক ও প্রাণঘাতি হয়ে উঠতে পারে।

 

বর্তমানে বৃটেনে ব্যবহৃত টিকা আগের ভাইরাস ও রূপান্তরিত ভাইরাসের জন্য সমানভাবে কার্যকর বলেও তিনি উল্লেখ করেন। 

 

ওই সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী জনসন বলেন, রূপান্তরিত করোনাভাইরাসের সঙ্গে খুব সম্ভবত উচ্চ মৃতের হারের সম্পর্ক রয়েছে।

 

তিনি বলেন, এখন এটি প্রমাণিত যে, লন্ডন ও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আবিষ্কৃত রূপান্তরিত ভাইরাস আরও সংক্রামক এবং মৃতের হার বৃদ্ধিতে ভূমিকা রাখছে। ফলে বর্তমানে বৃটিশ স্বাস্থ্য ব্যবস্থা বিশাল চাপের সম্মুখীণ রয়েছে।

 

বৃটিশ সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালেন্স মনে করেন, ষাটোর্ধ প্রতি ১০০০ মানুষের মধ্যে আগের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০জন মারা গিয়ে থাকলে, বর্তমানে রূপান্তরিত ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন ১৩ থেকে ১৪জন। তবে এ ব্যপারে এখনো তাঁদের হাতে যথেষ্ট প্রমাণ নেই, তাঁরা এ নিয়ে আরও কাজ করছেন।

 

ইংল্যান্ড জনস্বাস্থ্য মন্ত্রণালয়,  ইম্পেরিয়াল কলেজ লন্ডন, লন্ডন স্কুল অব হাইজিন এবং ক্রান্তীয় মেডিসিন এবং এক্সেটার বিশ্ববিদ্যালয়সহ নানা সংস্থা এখন রূপান্তরিত করোনাভারাসের ভয়াবহতা নিয়ে গবেষণা করছে।

 

বর্তমানে বৃটেনে টিকাদান কার্যক্রম চলছে। বৃটেনে দুধরনের টিকা ব্যবহার করা হচ্ছে। একটা হল ফাইজার এবং জার্মান বায়োনটেকের যৌথ তৈরি টিকা এবং আরেকটি হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা যৌথ তৈরি টিকা।

 

প্রধামন্ত্রী জনসন বলেন, দুটো টিকাই আগের ও রূপান্তরিত উভয় ভাইরাসের জন্য কার্যকর। তিনি বলেন, “আমি এমন একটি প্রশ্নের উত্তর দিতে চাই, যার সম্পর্কে সবাই খুবই উদ্বিগ্ন। বর্তমানে এটি প্রমাণিত যে, আমাদের ব্যবহৃত দুটি টিকাই আগের ও রূপান্তরিত ভাইরাসের জন্য সমান কার্যকর।”

 

বৃটেন টিকাদান কার্যক্রমকে এগিয়ে নিচ্ছে। মানুষকে দ্বিধান্বিত না হয়ে টিকা গ্রহণ করে নিজেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, “আমাদের টিকাদান কার্যক্রম অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে। এ পর্যন্ত দেশের ৫৪লাখ মানুষ প্রথম ডোজ নিয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪লাখ মানুষ টিকা নিয়েছেন। ইংল্যান্ডের দশ ভাগের এক ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ টিকা নিয়েছেন এবং অশীতিপর প্রবীণদের ৭১শতাংশ ও নার্সিং হোমের প্রবীণদের তিন ভাগের দু ভাগ টিকা নিয়েছেন।

গত ২২ জানুয়ারি বৃটিশ স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ উপাত্ত অনুযায়ী, গত ২৪ঘন্টায় দেশে নতুন করে ৪০হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয় এবং মারা গেছে ১৪০১জন। বর্তমানে ৩৮হাজার রোগী হাসপাতালে ভর্তি রয়েছে, যা গত এপ্রিল মাসের প্রথম দফা মহামারির তুলনায় ৭০শতাংশ বেশি।

 

বর্তমানে বৃটেনে করোনাভাইরাসের সংক্রমণের হার ১.২-১.৩ থেকে কমে ০.৮-১.০-এ নেমে এসেছে। তার মানে, প্রতি ১০জন কোভিড-১৯ রোগী অন্য ৮-১০ জনকে সংক্রমিত করেন। গত ডিসেম্বর থেকে এবারই প্রথম এ হার ১.০-এর নীচে নেমেছে।(শিশির/এনাম/রুবি)