জিন হাই সিন
2021-01-22 11:32:05

জিন হাই সিন_fororder_jin

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী জিন হাই সিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

জিন হাই সিন, ১৯৭৮ সালের ৩০ অক্টোবর চীনের বেইজিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কন্ঠশিল্পী, গীতিকার এবং উপস্থাপিকা।  

১৯৯৯ সালে জিন হাই সিনের প্রথম অ্যালবাম ‘কানকে জাগিয়ে তুলি’ বাজারে আসে, এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে যোগ দেন। একই বছর তিনি চায়না ন্যাশনাল রেডিও-এর শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর রৌপ্যপদক লাভ করেন।

বন্ধুরা, এখন শুনুন জিন হাই সিনের গান ‘মেয়েদের কফি’। গানের কথা এমন: এক পট কফি ঠিক দু’জনের জন্য, পুরো ঘরে সুগন্ধ। দুই মেয়ের মধ্যে কথা কখনই বন্ধ হয় না--পুরুষ, নারী এবং নিজেদের সম্বন্ধে। পুরুষ নারীদের অশ্রু বোঝে না, মাঝে মাঝে তোমার সঙ্গে কফি খাওয়া প্রেমের চেয়েও মজা।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন জিন হাই সিনের গান ‘দুঃখের ব্যাপার হল, তুমি নেই’। গানের কথা এমন: এই মূহূর্ত আমার কাছে খুব পরিচিত, যেন গতকাল, আজ একসাথে চোখের সামনে। আমি তোমার মতো কথা বলি, তা আমাদের ভালোবাসার প্রমাণ। আমি জানি, ভালোবাসা পাওয়া এক ধরনের ভাগ্য। তবে আমি তোমাকে আমার পুরো মনটা দিতে পারি না।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন জিন হাই সিনের আরেকটি সুন্দর গান, গানের নাম ‘লোলিতা’। গানে বলা হয়েছে: তোমার সাদা কাগজে আমি কিছু আঁকবো, সবকিছু যৌবনের সঙ্গে তুলনা করা যায় না। বড় গাছের ফুল ফোটার দরকার নেই, কে গাছের নিচে অতীতের কথা স্মৃতিচারণ করছে? তুমি ভয় পেলে আমি তোমাকে নিয়ে বাসায় যাবো।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন জিন হাই সিনের আরেকটি গান, গানের নাম ‘কানকে জাগিয়ে তুলি’। গানের কথা এমন: এই রাস্তায় যাওয়া-আসা করে সুন্দর ছেলে-মেয়ে; সবার কেন মুখে কোনো হাসি নেই! আমার হৃদয় গান গাইতে চায়; এখন শুধুই রাস্তার পাশে বসতে পারে। সঙ্গিতের স্বরলিপি, যেন মানুষের পৃথিবীতে আটকে রাখা এলিফ; আমি মাতৃভূমি ও ভালোবাসাকে প্রশংসা করতে চাই; আশা করি, যারা আমার গান শুনছে, তারা তাড়াতাড়ি জেগে উঠবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন জিন হাই সিনের গান ‘বিড়ালের বন’। গানের কথা এমন: বাতাস আস্তে আস্তে এই শহরে এসেছে। আমি স্বপ্নে তোমাকে দেখেছি, আমার পৃথিবীতে ঢুকেছো তুমি। স্বপ্নে, স্বপ্নে, আমি একাকী প্রজাপতি, তুমি একাকী মেঘ, আমাকে দেখেছো। আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিন হাই সিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)