মো ওয়েন ওয়েই
2021-01-21 15:01:35

মো ওয়েন ওয়েই_fororder_u=2112959535,3448872744&fm=26&gp=0

আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কণ্ঠশিল্পী ক্যারেন মক এর পরিচয় করিয়ে দেবো। আসলে তিনি চীনের মূল-ভূভাগে ‘মো ওয়েন ওয়েই’ নামেই সমধিক খ্যাত। 

 

ক্যারেন ১৯৭০ সালের ২জুন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি একজন চাইনিজ পপ সংগীত শিল্পী এবং চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। পাশাপাশি সঙ্গীত প্রযোজক হিসেবেও অনেক নাম কামিয়েছেন তিনি।

 

১৯৯৩ সালে ক্যারেন তাঁর প্রথম ক্যান্টোনিজ অ্যালবাম ‘ক্যারেন’ প্রকাশ করার মাধ্যমে শোবিজে পা রাখেন। ১৯৯৫ সালে নায়িকা হিসেবে তিনি ‘একটি চীনা আখ্যান’ চলচ্চিত্রে অভিনয় করেন। তখন থেকে জনসাধারণের আলোচনায় চলে আসেন এ মেধাবি শিল্পী। ১৯৯৭ সালে ক্যারেন তাইওয়ানে গিয়ে সেখানে তাঁর প্রথম ম্যান্ডারিন অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান বা থিম সং ছিল ‘সে আমাকে ভালোবাসে না’। এটি তাঁর জনপ্রিয় সব গানের মধ্যে অন্যতম। আমি এখন এই গানটি শোনাবো আপনাদের।

মো ওয়েন ওয়েই_fororder_u=2844654008,2396841817&fm=26&gp=0

‘হঠাৎ’ হচ্ছে ২১সেপ্টেম্বর তাইওয়ানের ভয়াবহ ভূমিকম্প স্মরণে তাঁর গাওয়া একটি গান। ১৯৯৯ সালের ২১ সেপ্টেম্বর তাইওয়ান প্রদেশের নানথৌ জেলায় রিক্টার স্কেলে ৭.৩মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পে ২হাজার ৩৭৮জন প্রাণ হারান। আহতের সংখ্যা দাঁড়ায় ৬ হাজার ৫৩৪জনে। ১২হাজারের বেশি মানুষ ধ্বংসস্তুপে আটকা পড়েন। গানটি ভূমিকম্পের পর ক্যারেনের হৃদয়ের প্রকৃত কথা প্রকাশ করেছে। তাহলে বন্ধুরা, আমরা একসঙ্গে ক্যারেনের হৃদয়ের কথা শুনি।

   

বন্ধুরা, ২০০০ সালের জুন মাসে ক্যারেন তাঁর প্রথম সংকলিত অ্যালবাম ‘ক্যারেন মোর’ প্রকাশ করেন। অ্যালবামে ‘গ্রীষ্মকালের ফল’ গানটি জাপানের গায়ক ইউএ’র একটি গান থেকে নিয়েছেন। এবার তাহলে ওই গানটি শোনা যাক।

মো ওয়েন ওয়েই_fororder_u=1493518228,3013435970&fm=26&gp=0

বন্ধুরা, ‘ভালোবাসা’ গানটি ক্যারেনের ২০০২ সালের এপ্রিলে প্রকাশিত ম্যান্ডারিন অ্যালবাম ‘আই’ থেকে নেয়া। ২০০৩ সালের অগাস্ট মাসে ১৪তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে ক্যারেন গানটি গেয়ে শ্রেষ্ঠ গায়িকা পুরষ্কার জিতেন। আচ্ছা, তাহলে আমরা এবার ক্যারেনের গানে ভালোবাসা উপভোগ করি।

 

২০০৬ সালের এপ্রিল মাসে ক্যারেন ‘যদি তোমাকে না পাই’ অ্যালবাম প্রকাশ করেন। একই নামের গানটি হচ্ছে ক্যারেনের একটি ধীরগতির প্রেমের গান। ভালোবাসায় ‘যদি’ নেই। কেউ আবার শুরু করতে পারবে না। ভালোবাসাটাকে গভীরভাবে বিশ্বাস করার এটিও একটি কারণ।  যদি তোমাকে না পাই, বাকী ভালোবাসা আমার নিজের জন্য রেখে দেব। হয়তো এ গানটি সৃষ্টি করার তাত্পর্য। বন্ধুরা, তাহলে এখনই আমি আপনাদের এই গানটি শোনাবো, কেমন?

মো ওয়েন ওয়েই_fororder_src=http___img.dahepiao.com_uploads_190116_71704-1Z11611323RJ&refer=http___img.dahepiao

‘বাইরের বিশ্ব’ আসলে চীনের তাইওয়ানের গায়ক ছি ছিন-এর একটি পুরনো গান। কিন্তু ২০০৯ সালে ক্যারেন পুনরায় গানটির প্রচ্ছদ সংস্করণ করেছেন। এটি ‘ইস্ট মিটস ওয়েস্ট ২০১১’ চলচ্চিত্রের গানগুলোর অন্যতম। আমরা তাহলে ক্যারেনের কণ্ঠে অন্য রকম গানটি শুনি।

 

২০১৫ সালে ক্যারেন চীনের মূল-ভূভাগের গায়ক চাং চিয়ে’র সঙ্গে ‘সন্ন্যাসীর পর্বত থেকে নেমে আসা’ চলচ্চিত্রের জন্য থিম সং গেয়েছেন। গানের নাম ‘একটি চিন্তার মধ্যে’ । ২০১৬ সালে গানটি দু’টো শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরষ্কার পায়। এছাড়া, ২০২০ সাল পর্যন্ত ক্যারেন ৩০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেন, ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন, এবং ৩০টিরও বেশি একক সংগীতানুষ্ঠানে পারফর্ম করেন।

মো ওয়েন ওয়েই_fororder_u=1260130097,3471106135&fm=26&gp=0

বন্ধুরা, আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষে আমি আপনাদের ‘একটি চিন্তার মধ্যে’ এই গানটি শোনাবো। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।