আকাশ ছুঁতে চাই --- পাঠ ৫
2021-01-21 17:13:09

আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আমরা কথা বলি সেইসব নারীর সঙ্গে যারা তাদের জীবনে সাফল্য অর্জন করেছেন, অথবা সাফল্য পেতে চান। আমাদের জীবনেও আমরা স্পর্শ করতে চাই সাফল্যের সোনালি ভুবন।

** জীবন সংগ্রামে নারীপরিচ্ছন্নতা কর্মীদের কথা**

প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগে যারা এই নগরীকে পরিচ্ছন্ন করার কাজে নিয়োজিত হন তারা পরিচ্ছন্নতা কর্মী। এদের মধ্যে নারীর সংখ্যা অনেক। জীবন সংগ্রামে নারী প্রতিবেদনে আজ আমরা শুনবো তাদের নারী পরিচ্ছন্নতা কর্মীদের কথা। প্রতিবেদন করেছেন তানজিদ বসুনিয়া।

**সাক্ষাৎকার: নারী উদ্যোক্তা ব্যবসায়ী তানিয়া ওয়াহাব**

আকাশ ছুঁতে চাই   ---  পাঠ ৫_fororder_nvxing

সিআরআই বাংলার ঢাকা স্টুডিওতে তানিয়া ওয়াহাব

**চীনের বিখ্যাত নারী: ব্যবসায়ী নারী তুং মিংচু**

আকাশ ছুঁতে চাই   ---  পাঠ ৫_fororder_nvxing2

চীনের বিখ্যাত ব্যবসায়ী নারী তুং মিংচু

আজ বলবো চীনের বিখ্যাত নারী তুং মিংচুর কথা।  তিনি বিখ্যাত ব্যবসায়ী এবং গ্রি ইলেকট্রিক কোম্পানির চেয়ারপারসন। ফরচুন ম্যাগাজিন ২০১৫ সালে তাকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের চতুর্থ সেরা ক্ষমতাশালী নারী বলে অভিহিত করে। তাদের মতে তিনি ২০১৪,২০১৫ সালে তিনি সবচেয়ে প্রভাবশালী চীনা ব্যবসায়ী নারী। বলতে গেলে তিনি চীনের সেরা ব্যবসায়ীদের অন্যতম। 

১৯৫৪ সালে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের রাজধানী নানচিংয়ে তুং মিংচুর জন্ম এক শ্রমিক পরিবারে। ১৯৭৫ সালে পরিসংখ্যানে গ্র্যাজুয়েশন করে তিনি সরকারি রসায়ন গবেষণাগারে প্রশাসনিক চাকরিতে যোগ দেন এবং সেখানে ১৫ বছর কাজ করেন। বিশ্ববিদ্যালয়ের সহপাঠীকে তিনি বিয়ে করেন কিন্তু ১৯৮৪ সালে অসুস্থতায় স্বামীর মৃত্যু হয়। ১৯৯০ সালে শিশু সন্তানকে মায়ের কাছে রেখে চাকরি ছেড়ে তিনি নতুন কাজের খোঁজে চুহাই শহরে আসেন। সেখানে তিনি সেলস পারসন হিসেবে তার নতুন ক্যারিয়ার শুরু করেন। ধাপে ধাপে তার উন্নতি শুরু হয়। ১৯৯৬ সালে গ্রি ইলেকট্রিক পাবলিক হলে তিনি এর ডেপুটি প্রেসিডেন্ট এবং ২০০১ সালে কোম্পানির প্রেসিডেন্ট হন। ২০১২ সালে তিনি গ্রি ইলেট্রিকের চেয়ারপারসন হন। তার নেতৃত্বে গ্রি ইলেট্রিক বিশ্বের বৃহত্তম হাউজহোল্ড এয়ার কন্ডিশনিং ইউনিট এবং চীনের বৃহত্তম হোম অ্যাপ্লায়েন্স প্রস্ততকারক হয়। তার নেতৃত্বে গ্রি ইলেকট্রিক সৌর শক্তি, স্মার্টফোন মার্কেট, রোবোটিক প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি মার্কেটে অবস্থান গড়ে নেয়।

তুং মিংচু দশম অল চায়না উইমেন ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য, চীনের দশম, একাদশ, দ্বাদশ  ন্যাশনাল পিপল ‘স কংগ্রেসের সদস্য এবং চায়না ডেমোক্রেটিক ন্যাশনাল কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনেরও সদস্য। তিনি ডজনখানেক শিল্পপ্রতিষ্ঠানের সিনিয়র পদে আছেন, নারী বিষয়ক অনেক দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিষয়ক ক্লাস নিয়ে থাকেন।

তুং মিংচু বিশ্বের উদ্যোক্তা ও ব্যবসায়ী নারীদের জন্য প্রেরণাস্বরূপ।

**অসামান্য নারী: প্রাচীন নারী কবি সাফো**

আকাশ ছুঁতে চাই   ---  পাঠ ৫_fororder_nvxing1

প্রাচীন গ্রিসের কবি সাফো

অসামান্য নারী পর্বে আজ আপনাদের শোনাবো বিশ্বের একজন প্রাচীন নারী কবি সাফোর কথা। প্রাচীন গ্রিসের অন্যতম সেরা কবি ছিলেন সাফো।  সাফো মূলত তার গীতিকবিতার জন্য বিখ্যাত। আনুমানিক খ্রিস্টপূর্ব ৬৩০ সালে গ্রিসের লেসবস দ্বীপের এক অভিজাত পরিবারে সাফোর জন্ম। তিনি কিছুকাল সিসিলি দ্বীপেও বাস করেছিলেন।

 খ্রিস্টপূর্ব ৬০০ সালের দিকে সাফো তা পরিবারের সদস্যদের সঙ্গে সিসিলি দ্বীপে চলে যেতে বাধ্য হন। রাজনৈতিক বিরোধের কারণে সম্ভবত সেখানে তিনি নির্বাসিত জীবন যাপন করতেন। তার লেখায় প্রেম ও প্রকৃতির বর্ণনা  রয়েছে। সাফো দশ হাজার পংক্তি কবিতা রচনা করেছিলেন।সাফো সম্পর্কে বলা হয় গ্রিসের নয়জন সেরা গীতিকবির অন্যতম। কারণ তার লেখা অন্য অনেক কবিকে প্রভাবিত করেছিল যা শক্তিময় প্রতিভা ছাড়া সম্ভব নয়। তবে, তার লেখা কবিতার অধিকাংশই আধুনিককালে খুঁজে পাওয়া যায়নি। মাত্র ৬৫০ পংক্তি কবিতা  ইতিহাসবিদরা সাফোর লেখা বলে নিশ্চিতভাবে শনাক্ত করতে পেরেছেন।

সাফোর ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায় না। আনুমানিক খ্রিস্টপূর্ব ৫৭০ সালে তার মৃত্যু হয়। সাফো প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেন বলে রটনা থাকলেও এ বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে।

প্রাচীন কবি সাফোর লেখা ও কবিখ্যাতি পরবর্তিকালে  নারীদের সাহিত্য রচনায় গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

অনুষ্ঠান লেখা, উপস্থাপনা ও গ্রন্থনা : শান্তা মারিয়া

ছবি: হোসনে মোবারক সৌরভ