অবাধ বাণিজ্য বাড়াবে চীন
2021-01-21 19:32:05

জানুয়ারি ২১: চীন আরও বেশি বাণিজ্যিক অংশীদারের সঙ্গে অবাধ বাণিজ্যচুক্তি স্বাক্ষর করতে ইচ্ছুক। পাশাপাশি চীন সিপিটিপিপি-তে অংশ নেওয়ার চিন্তাও করবে। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, ২০২০ সালে চীনসহ ১৫টি দেশ ‘আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক চুক্তি’ (আরসিইপি) স্বাক্ষর করেছে। ২০২০ সালের শেষ দিয়ে চীন-ইউরোপ বিনিয়োগ চুক্তির আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ প্রেক্ষাপটে চীন চলতি বছর অবাধ নেটের আওতা বাড়াবে। চীন আরও বেশি বাণিজ্যিক অংশীদারের সঙ্গে বাণিজ্যিক বিনিয়োগের সুবিধা শেয়ার করতে চায়।  

মুখপাত্র আরও বলেন, চীন আরেক ধাপে শূন্যশুল্কের পণ্যের সংখ্যা বাড়াবে, পরিষেবা বাণিজ্য ও বিনিয়োগ বাজারে প্রবেশে বিধিনিষেধ শিথিল করবে, এবং ডিজিটাল অর্থনীতি ও পরিবেশ সুরক্ষার নতুন নীতির আলোচনায় অংশ নেবে। (ছাই/আলিম/স্বর্ণা)