রেন রান
2021-01-20 09:51:41

图片默认标题_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_q_70,c_zoom,w_640_images_20190104_5de943871f074905ad0ce796a3f6267b&refer=http___5b0988e595225.cdn.sohucs

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের অনলাইনে খুব জনপ্রিয় একজন গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তার নাম রেন রান। তিনি এখন কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না বল্লেই চলে। শুধু ইন্টারনেটে গান প্রকাশ করেন। টানা কয়েক বছর ধরে তাঁর গান চীনের অনলাইন সংগীত প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি শোনা গানের স্থান বজায় রেখেছে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা রেন রানের একটি জনপ্রিয় গান ‘দ্বীপ’ শুনবো। গান ১

রেন রান ১৯৮৯ সালে চীনের সিছুয়ান প্রদেশের ছেনতু শহরে জন্মগ্রহণ করেন। সংগীত শিখার জন্য তিনি বেইজিংয়ে আসেন। আর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি একজন সংগীত শিল্পী হিসেবে বেইজিংয়ে কাজ শুরু করেন। ওই সময়টাতে রেন রান বিভিন্ন অনুষ্ঠান ও গায়কের জন্য গান তৈরি করতেন। তিনি নিজে গান গাওয়ার সুযোগ পেতেন না। তবে, ২০১১ সালে তিনি তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের অনেক গান অন্য টিভি নাটকের জন্য রচিত ছিল। বন্ধুরা, এখন শুনুন ওই অ্যালবামে রেন রানের একটি সুন্দর গান ‘একাকী জীবন’।গান ২

২০১৪ সালে রেন রান তাঁর নতুন অ্যালবাম ‘বিশ্বের বাইরে’ প্রকাশ করেন। অ্যালবামের গানগুলো ছিল খুবই শ্রুতিমধুর। অনেক প্রচারও করা হয়েছিল। কিন্তু সে সময়ে তাঁর গানগুলো তেমন জনপ্রিয় হয় নি। এরপর তিনি আরও কিছু অ্যালবাম প্রকাশ করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তবে তাঁর গানগুলো অপরিচিতই থেকে যায়। তিনিও মনে করেন, অতিরিক্ত পারফরম্যান্স ও অনুষ্ঠানের কারণে ভালো গান তৈরি করতে পারেন না। তাই ২০১৬ সাল থেকে রেন রান অফলাইন অনুষ্ঠানে অংশ নেওয়া বাদ দিয়ে অনলাইনে গান প্রকাশ করার সিদ্ধান্ত নেন। সে বছরের শেষে তিনি অনলাইনে ‘খোলা’ শিরোনামে একটি গান প্রকাশ করেন এবং দ্রুত জনপ্রিয়তা পান। এ গান অল্প সময়ের মধ্যে চীনের বিভিন্ন সংগীত প্ল্যাটফর্মের তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। বন্ধুরা, এখন আমরা রেন রানের জনপ্রিয় গান ‘খোলা’ শুনবো। গান ৩

জনপ্রিয় হওয়ার পর রেন রান শুধু অনলাইনে গান প্রকাশ করতে থাকেন। তিনি মনে করেন, গায়ক শুধু গানের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে, তাই যথেষ্ট। তিনি বিশ্বাস করেন, আন্তরিকতা  নিয়ে গান গাইলে শ্রোতারা নিশ্চয়ই সে আন্তরিকতা অনুভব করে এবং মুগ্ধ হয়। রেন রান সত্যি তাই করেছেন। এজন্যই তাঁর গানগুলো অনেক জনপ্রিয়। বন্ধুরা, এখন আমরা রেন রানের জনপ্রিয় আরেকটি গান ‘খালি শহর’ শুনবো।গান ৪

২০১৮ সাল থেকে রেন রান বিভিন্ন গায়ক, সংগীত সংস্থা ও সংগীত প্রযোজকের সঙ্গে সহযোগিতা শুরু করেন। তাঁর নিজস্বশৈলীর মনোমুগ্ধকর গান ছাড়া, পপ, ইলেকট্রনিকসহ বিভিন্ন শৈলীর গানও গেয়েছেন তিনি এবং তাঁর সব গানই জনপ্রিয় হয়েছে। বন্ধুরা, এখন শুনুন টিভি নাটকের জন্য রেন রানের গাওয়া চীনা বৈশিষ্ট্যময় একটি গান ‘ভাগ্য’।গান ৫

২০২০ সালে রেন রান ‘পাখি ও পোকা’ নামে গান প্রকাশ করেন। ওই গানে খুব সুন্দর কথা ও সুরের মাধ্যমে অতীতকে বিদায় এবং ভালোবাসাকে অনুসরণের গল্প বলা হয়। রেন রানের আকর্ষণীয় কণ্ঠে অনেকে মুগ্ধ হয়েছে। এ গান প্রকাশের পরপরই চীনের বৃহত্তম সংগীত প্ল্যাটফর্মের বার্ষিক তালিকায় সবচেয়ে শোনা গানের মর্যাদা অর্জন করে। সবচেয়ে জনপ্রিয় সময়ে একদিনে ৬০ লাখেরও শ্রোতা এ গান শুনেছেন। বন্ধুরা, এখন রেন রানের জনপ্রিয় গান ‘পাখি ও পোকা’ শুনবো আমরা।গান ৬

এখন পর্যন্ত রেন রানের গানগুলো চীনের ইন্টারনেটে প্রায় ২০ বিলিয়ন বার শোনা হয়েছে। বিভিন্ন বিখ্যাত গায়কও তাঁর গান গেয়েছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা রেন রানের আরেকটি সুন্দর গান ‘নীরবে পড়ে’ শুনবো। আশা করি তার গানগুলো আপনাদের পছন্দ হয়েছে।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।  সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।