জানুয়ারি ১৮: চীনে আজ (সোমবার) প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, গত বছর দেশের জিডিপি বেড়ে দাঁড়ায় ১০১.৬ ট্রিলিয়ান ইউয়ান আরএমবিতে, যা ২০১৯ সালের চেয়ে ২.৩ শতাংশ বেশি।
২০২০ সালে কোভিড-১৯ মহামারী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পরও, চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে সামনে এগিয়ে গেছে। চীন হলো বিশ্বের একমাত্র বড় দেশ, যার অর্থনীতিতে মহামারীর বছরেও ধনাত্মক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আর চীনের অর্থনীতিতে অর্জিত প্রবৃদ্ধি বিশ্বের অর্থনীতির উন্নয়নে সহায়ক ভূমিকা রেখেছে।
২০২০ সালে চীন প্রথমে মহামারীকে নিয়ন্ত্রণ এনেছে এবং তারপর কাজ ও উত্পাদন পুনরুদ্ধার করেছে। বিশেষ করে, বছরের চতুর্থ প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬.৫ শতাংশ, যা ২০১৯ সালের একই সময়ের চেয়ে ০.৭ শতাংশ বেশি। একই বছরে গোটা চীনে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে ১.১৮৬ কোটি। গত বছর সরকারি কার্যবিবরণীতে উল্লেখিত নির্দিষ্ট কর্মসূচিও বাস্তবায়িত হয়েছে।
মহামারী চলাকালে চীনের নতুন শিল্প, নতুন পণ্য নতুন উত্পাদনব্যবস্থা অব্যাহতভাবে উন্নত হচ্ছে। গত বছর চীনের তৃতীয় শিল্পের উন্নয়ন ছিল উল্লেখযোগ্য।
বিশ্ব ব্যাংকের অনুমান অনুযায়ী, ২০২০ সালে গোটা বিশ্বের অর্থনীতি ৪.৩ শতাংশ সংকুচিত হয়েছে। কিন্তু চীনের অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ২.৩ শতাংশ। গত বছর চীনে অনলাইনে খুচরা বিক্রি ১১.৭৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, যা ২০১৯ সালের চেয়ে ১০.৯ শতাংশ বেশি। দ্রুত উন্নত হতে থাকা ডিজিটাল অর্থনীতি কার্যকরভাবে চীনা মানুষের ভোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। (ছাই/আলিম)