জানুয়ারি ১৮: আসিয়ানের সদস্যদেশগুলো হলো চীনের বন্ধু ও প্রতিবেশী। আর ২০২১ সাল হচ্ছে চীন-আসিয়ান সংলাপব্যবস্থা প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী।
বিগত ৩০ বছরে চীন-আসিয়ান সম্পর্কের ক্ষেত্রে একাধিক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২০ সালে দু’পক্ষ প্রথমবারের মতো একে অপরের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়। এ বছর দু’পক্ষ আরসিইপি স্বাক্ষরের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
২০২০ সালে গোটা বিশ্বে কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ে। মহামারীকে সামনে রেখে চীন ও আসিয়ান পরস্পরকে সহায়তা ও সমর্থন করেছে এবং সবার আগে উত্পাদন শুরু করার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করেছে।
২০২০ সালে চীন আসিয়ানের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে সৃষ্ট কঠিন অবস্থা অতিক্রম করেছে। নতুন বছরে দু’পক্ষ আরসিইপি কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন আসিয়ানের সঙ্গে অব্যাহতভাবে কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক উন্নয়ন করতে থাকবে, যাতে আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও সহযোগিতার নতুন যুগ সৃষ্টি করা সম্ভব হয়। (ছাই/আলিম/স্বর্ণা)