জীবনে চলার পথে “কতো স্বপ্নের রোদ ওঠে, আর কতও স্বপ্ন মেঘে ঢেকে যায়! কতো জন এলো-গেলো কতো জনই আসবে- কফি হাউসটা শুধু থেকে যায়।” প্রিয় বন্ধুরা, কফি হাউস যেমন টিকে আছে, তেমনি আমিও আছি আপনাদের সঙ্গে সামনের ২০মিনিট সময়ের জন্য। আপনাদের সঙ্গে শেয়ার করবো জীবনের অনেক কথা।
সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডঃ কিশোর বিশ্বাস। তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল ও তথ্য বিজ্ঞান বিভাগ থেকে পিএইডডি করেছেন এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের ভাষা ইন্সটিটিউটে "এক অঞ্চল, এক পথ ভাষা প্রকল্পে" বাংলা ভাষার শিক্ষক ছিলেন। তার চোখে চীনের উন্মুক্তকরণ প্রক্রিয়া কেমন চলছে? চীনের নব্যতাপ্রবর্তন কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে? জানতে চলুন আলাপ করি তাঁর সঙ্গে।