চা ও মদের সংগীতে
2021-01-15 18:58:39

চা ও মদের সংগীতে_fororder_xie

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়ে ছুন হুয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

সিয়ে ছুন হুয়া, ১৯৯৫ সালের ২৫ জানুয়ারি চীনের চ্যচিয়াং প্রদেশের চিন হুয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল-ভূভাগের একজন নারী লোকসংগীত শিল্পী।

 

২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি সিয়ে ছুন হুয়া-এর স্বরচিত গান ‘এদিন আমি কিছুই করতে চাই না’ প্রকাশিত হয়। এর মাধ্যমে সিয়ে ছুন হুয়া আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে যোগ দেন। ২০১৬ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘সময়ের হিসাব’ বাজারে আসে; সে বছর তাঁর ‘সময়ের হিসাব’ শীর্ষক কনসার্টও অনুষ্ঠিত হয়।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সিয়ে ছুন হুয়া’র গান ‘চা ও মদের সংগীতে’। গানের কথায় বলা হয়েছে: সবুজ পাহাড়, উইলো গাছ, কেউ বাতাসের অপেক্ষায় ছিল না। ফুল ফোটে, পানি স্বচ্ছ, নতুন পাতা তুমি তুলো না। নতুন বসন্ত এসেছে, বরফ অদৃশ্য হয়েছে। পাহাড়ি পথ কঠিন হলে আস্তে চলো, মনের দুঃখ চলে যাবে। আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সিয়ে ছুন হুয়া’র আরেকটি গান; এর নাম ‘আমাকে ধার দাও’। গানের কথাগুলো এমন: আমাকে দশ বছর সময় দাও, আমাকে আকাশ শেষ করার সাহস ধার দাও। আমাকে প্রতিশ্রুতি ধার দাও, আমাকে একটু আলো দাও। আমাকে সাধারণ জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার সাহস দাও, আমাকে আরামদায়ক ভোর ও সন্ধ্যা দাও।

তাহলে শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এবারের গানের নাম ‘সাধারণ মানুষের কথা’। গানের কথায় বলা হয়: রাতের বাতাস সবুজ ঘাস হয়ে আমার কানের কাছে এলো। চাঁদের আলো মেঘকে সোনালি করলো। মদ, মাংস, নাচ, আনন্দ মুহূর্তেই চলে গেল। রাতের বাতাসে গ্রীষ্মকাল শেষ হয়, মানুষও চলে যায়। চাঁদ হাসছে, মাছ আমার কাছে নাচছে। মাতাল, সুন্দর, ঘুম, স্বপ্ন, সময় চুরি করে পালিয়ে যায়।

আচ্ছা, তাহলে শুনুন গানটি।

চা ও মদের সংগীতে_fororder_xie2

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সিয়ে ছুন হুয়া’র গান ‘আগের কথা বাতাসের সঙ্গে চলে গেল’। গানের কথাগুলো এমন: তোমার ছায়া সবখানে, মানুষের হৃদয় ধুলোর মত ভবিষ্যতে দিকে। কখনও তা একাকী আলিঙ্গনের চেয়েও সত্য। হৃদয় যেন বসন্তের দিকে, স্বপ্ন যেন শরত্কালের দিকে। তুমি যাও, তুমি যাও, আমি ভুলবো না। সবকিছুই ভালোবাসার ফল।

আচ্ছা, এখন শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সিয়ে ছুন হুয়া’র গান ‘আমি নিশ্চয় তোমাকে ভালোবাসবো’। গানের কথায় বলা হয়: কাঁধে ব্যাগ নিয়ে আমি পাহাড় পার করছি। চোখ বন্ধ করে বসন্ত উপভোগ করছি। তোমার সঙ্গে দেখা না হলেও, আমি নিশ্চয় তোমাকে ভালোবাসবো। সব সমুদ্র পার হবো, থেমে যাই নি, শুধুই তোমার জন্য। আমি নিশ্চয় তোমাকে ভালোবাসবো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়ে ছুন হুয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)