জানুয়ারি ১২: যুক্তরাষ্ট্র যখন ক্যাপিটল হিলে দাঙ্গার ধাক্কা সামলে উঠতে ব্যস্ত, ঠিক তখন চীনের হ্যপেই প্রদেশের শিচিয়াজুয়াং শহরে মহামারি প্রতিরোধে কঠোর ও সুশৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করা হয়। মহামারী নিয়ন্ত্রণের জন্য, ১.১ কোটি জনসংখ্যার হ্যপেই প্রদেশের শিচিয়াংজুয়াং শহর লকডাউন করা হয় এবং পর্যায়ক্রমে সকল বাসিন্দার নিউক্লিক অ্যাসিড টেস্ট করার উদ্যোগ নেওয়া হয়। সরকারের কার্যকর ব্যবস্থা পাশাপাশি, সাধারণ মানুষও মহামারী প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়েছে। ‘আজকের টপিক’ আসরে হ্যপেই প্রদেশের মহামারী প্রতিরোধসংক্রান্ত ব্যবস্থা নিয়ে আলাপ করব।
যে-দেশে গড়ে প্রতিদিন মাত্র কয়েক ডজন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন, সেখানে জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য লড়াই চলছে। কিন্তু যে-দেশে প্রতিদিন গড়ে ২ লক্ষাধিক নতুন আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে এবং প্রতিদিন ২ থেকে ৪ হাজার মানুষ মারা যাচ্ছেন, সে-দেশের শীর্ষ নেতা নির্বাচনে হেরে যাওয়ার পরও ক্ষমতায় যেতে যাওয়ার লড়াইয়ে ব্যস্ত। মহামারী প্রতিরোধে যেখানে চীনের শিচিয়াজুয়াং শহর লকডাউন করা হয়েছে, সেখানে দাঙ্গা মোকাবিলায় ওয়াশিংটন শহর লকডাউন করা হয়েছে। এ থেকে চীন ও যুক্তরাষ্ট্রের এবং চীনা সরকার ও মার্কিন সরকারের পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। (স্বর্ণা/আলিম/ছাই)