থোং আন ক্য
2021-01-13 10:43:01

থোং আন ক্য_fororder_QQ截图20210103104235

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন জনপ্রিয় গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম থোং আন ক্য। তিনি গত শতাব্দীতে তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় গায়কের অন্যতম আর চীনের মূলভূখণ্ডের অনেক প্রভাবশালী শিল্পী। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে ১৯৮৯ সালে থোং আন ক্য’র প্রকাশিত একটি জনপ্রিয় গান ‘অপেক্ষা করো’ শুনবো।গান ১

থোং আন ক্য ১৯৫৯ সালে চীনের তাইওয়ানের কাও সিয়োং শহরে জন্মগ্রহণ করেন। পাঁচ বছর বয়সে তিনি স্কুলের সংগীতদলে যোগ দেন। পরে তিনি স্কুলের পক্ষ থেকে বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং ভালো ফল অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে থোং আন ক্য বন্ধুর সঙ্গে একটি সংগীতদল গঠন করেন। ১৯৮২ সালে থোং আন ক্য ‘রাতের দৃশ্য’ গানের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে সংগীতজীবন শুরু করেন। বন্ধুরা, এখন থোং আন ক্য’র গান ‘রাতের দৃশ্য’ শুনবো। গান ২

১৯৮৫ সালে থোং আন ক্য তার প্রথম অ্যালবাম ‘তোমাকে মিস করি’ প্রকাশ করেন। এই অ্যালবামের প্রধান গান ‘তোমাকে মিস করি’ বেশ জনপ্রিয় হয়। পরে থোং আন ক্য টানা দুটি অ্যালবাম প্রকাশ করেন এবং কিছু টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৭ সালে তিনি অ্যালবাম ‘follow me’ প্রকাশ করেন। এই প্রফুল্ল ও প্রাণবন্ত অ্যালবাম তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তিনি সে বছর ‘সবচেয়ে জনপ্রিয় গায়কের’ পুরস্কার পান। বন্ধুরা, এখন শুনুন থোং আন ক্য’র সুন্দর গান ‘follow me’।গান ৩

জনপ্রিয় হওয়ার পর থোং আন ক্য টিভি নাটক ‘অশেষ ভালোবাসায়’ প্রধান চরিত্রে অভিনয় করেন। ১৯৮৯ সালে তিনি অ্যালবাম ‘আসলে তুমি আমার মন বোঝো না’ প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যে এই অ্যালবাম সারা চীনে ব্যাপক জনপ্রিয় হয়। এটি তাইওয়ানে বিক্রির রেকর্ড সৃষ্টি করে। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামের একটি জনপ্রিয় গান ‘কাল তুমি কি আমাকে ভালোবাসবে?’। বন্ধুরা, এটি একটি প্রেমের গান। শিল্পীর কোমল ও গভীর কণ্ঠে গানটি অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। বন্ধুরা, চলুন গানটি শুনি।গান ৪

১৯৮৯ সালে থোং আন ক্য’র অ্যালবাম ‘যেখানে স্বপ্ন শুরু’ প্রকাশিত হয়। এই অ্যালবামটি বেশ জনপ্রিয় হয়েছিল এবং তার প্রথম প্লাটিনাম অ্যালবামে পরিণত হয়েছিল। এরপর তিনি আরও কয়েকবার প্লাটিনাম অ্যালবামের পুরস্কার পান। ১৯৯০ সালে তিনি ‘পাপড়ির বৃষ্টি’ নামের অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামে তিনি কয়েকজন বিদেশি প্রযোজক ও শিল্পীর সঙ্গে সহযোগিতা করেন। এসময় তার গান আরো বৈচিত্র্যময় হয়ে ওঠে।

বন্ধুরা, এখন শুনুন ‘যেখানে স্বপ্ন শুরু’ এই অ্যালবাম থেকে থোং আন ক্য’র একটি সুন্দর গান ‘ইয়েলিয়া গার্ল’।গান ৫

১৯৯১ সালে থোং আন ক্য চীনের মূল-ভূখণ্ডে কনসার্ট ট্যুর আয়োজন করেন। পরের বছর তিনি অ্যালবাম ‘ভালোবাসা ও দুঃখ’ প্রকাশ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের ‘গোল্ডেন অ্যালবাম পুরষ্কার’ পাওয়া প্রথম তাইওয়ানিজ গায়ক। থোং আন ক্য যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরেও কনসার্ট করেছেন ও বেশ জনপ্রিয় হয়েছেন। বন্ধুরা, এখন শুনুন থোং আন ক্য’র একটি সুন্দর গান ‘আজীবন ভালোবাসা’।গান ৬

২০০১ সালে থোং আন ক্য ‘যৌবনের রেকর্ড’ অ্যালবাম প্রকাশ করেন এবং এরপর তিনি অবসরে যান। তবে, এখনও চীনা সংগীতজগতের একজন গুরুত্বপূর্ণ গায়ক তিনি। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা থোং আন ক্য’র আরেকটি সুন্দর গান ‘শিকড়’ শুনবো। আশা করি, তার গানগুলো আপনাদের ভালো লাগছে।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা: chengmin@cri.com.cn। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।