চীনা প্রতিষ্ঠানকে দমনের অপতৎপরতা মার্কিন প্রশাসনের মানসিক বিকৃতির প্রতিফলন: সিআরআই সম্পাদকীয়
2021-01-08 18:12:31

জানুয়ারি ৮: সম্প্রতি জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনের বিখ্যাত আলিবাবা ও টেনসেন্টসহ ৮টি এ্যাপলিকেশন বন্ধ করতে এক নির্দেশনায় সই করেছেন মার্কিন শীর্ষনেতা। এতে মার্কিন রাজনীতিকদের পদত্যাগের আগে চীনা শিল্পপ্রতিষ্ঠানসমূহকে দমনের জন্য রাষ্ট্রীয় শক্তি অপব্যবহারের এক ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

 

গত চার বছরে মার্কিন সরকার চীনকে বৃহত্তম প্রতিদ্বন্দী হিসেবে গণ্য করে নানাভাবে চাপে রাখার কৌশল অবলম্ভন করে আসছে।  সে কৌশলের অংশ হিসেবে তারা চীনা শিল্পপ্রতিষ্ঠাকে, বিশেষ করে বেশ কয়েকটি হাইটেক প্রযুক্তি ও ইন্টারনেট শিল্পপ্রতিষ্ঠানকে দমন করার অপচেষ্টা করছে। সে সব অপতত্পরতা জাতীয় নিরাপত্তার অজুহাতে করা হচ্ছে। তবে, চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরাপত্তা ভঙ্গের কোন প্রমাণ তারা কখনও দেখাতে পারে নি।

 

তাই বলে তাদের অপতৎপরতা থেমে থাকে নি। তারা একে একে ৮টি চীনা ‌এ্যাপলিকেশন বন্ধ করে দেয়। এদের মধ্যে আলিপেই ও উইচেট গত বছরে আপেল স্টোর ও গুগল স্টোরে ডাউনলোডের পরিমাণ ছিল যথাক্রমে মাত্র ২.০৭ ও ১৭লাখ। এতে বোঝা যায়, মার্কিন সরকারের কথিত ‘জাতীয় নিরাপত্তায় চীনা শিল্পপ্রতিষ্ঠানের হুমকি’র অভিযোগ আসলে ভন্ডামি ছাড়া আর কিছুই নয়। তারা অবৈধভাবে চীনা শিল্পপ্রতিষ্ঠানকে দমন করছে। তাতে তাদের বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটছে।

 

(রুবি/এনাম/শিশির)