স্যুই হুয়াই ইয়ু
2021-01-08 16:14:55

স্যুই হুয়াই ইয়ু_fororder_src=http___n1.itc.cn_img8_wb_recom_2016_07_03_146754172082483285.JPEG&refer=http___n1.itc

এ বরেণ্য কণ্ঠশিল্পী ইউকি স্যুই নামেই সমধিক খ্যাত। তিনি ১৯৭৮ সালের ৩মার্চ তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন চাইনিজ পপ মিউজিক গায়িকা, চলচ্চিত্র ও টিভি অভিনেতা এবং উপস্থাপিকা।

স্যুই হুয়াই ইয়ু_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20180119_fea6a7b0060e478d88753d66d58d5d9e.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

১৯৯৮ সালে তিনি তার গানের প্রথম ইপি ‘উড়া’ প্রকাশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীতের ভূবনে পা রাখেন। একই বছর তিনি তাঁর পূর্ণাঙ্গ অ্যালবাম একই নামে প্রকাশ করেন। ওই অ্যালবামের বিক্রয় ১০ লাখ ছাড়িয়েছিল। ওই বছরের অক্টোবর মাসে তিনি দ্বিতীয় অ্যালবাম ‘অনরাশ’ প্রকাশ করেন। তাহলে এখন আমরা এক সঙ্গে তাঁর সেই এ্যালবামের ‘অনরাশ’ গানটি শুনবো।

স্যুই হুয়াই ইয়ু_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_q_70,c_zoom,w_640_images_20180505_9f34a16e6df84ef2b8dbcd6585a02eca&refer=http___5b0988e595225.cdn.sohucs

১৯৯৯ সালে ইউকি তাঁর তৃতীয় একক সংগীত অ্যালবাম ‘ফেরেশতা’ প্রকাশ করেন। ২০০০ সালে তাঁর চতুর্থ অ্যালবাম ‘লাভ’ প্রকাশিত হয়। একই বছর তিনি নিজের প্রথম টিভি নাটক সম্পন্ন করেন। তিনি একটি প্রাচীন পোশাক নাটকে নায়িকা হিসেবে অভিনয় করেন। ২০০১ সালে পঞ্চম একক সংগীত অ্যালবাম ‘মিস রাইট’ প্রকাশ করার পর  তিনি অভিনয়ে থিতু হন। এ বহুমূখী প্রতিভা ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত একটানা প্রাচীন পোশাক নাটক, ও বিভিন্ন চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। আচ্ছা, এখন আপনাদের শুনাবো তাঁর একটি জনপ্রিয় গান ‘সমুদ্রের ঢেউ-এ হাঁটা’।

স্যুই হুয়াই ইয়ু_fororder_src=http___01imgmini.eastday.com_mobile_20200609_20200609181305_ecba6b166a0bbc1d0d069cd8fa7e500e_4.jpeg&refer=http___01imgmini.eastday

২০০৭ সালে ইউকি ষষ্ঠ একক অ্যালবাম ‘ব্যাড গার্ল’ প্রকাশ করেন। ২০০৮ সালে একটি রোমান্টিক নাটকে অভিনয় করেন তিনি। ২০০৯ সালে কাজের চুক্তি নিয়ে বিরোধ হলে তিনি শোবিজ ত্যাগ করেন। দু’বছর পর ২০১১ সালে তিনি আবার ফিরে আসেন শোবিজে। ২০১৪ সালে তিনি কসমো বছরের প্রভাবশালী ব্যক্তিদের পুরস্কার অনুষ্ঠানে সেরা মডেল গায়ক অ্যাওয়ার্ড লাভ করেন। ২০১৫ সালে তিনি ভ্রাম্যমান কনসার্ট করেছেন এবং একই বছর একক গান ‘আমি আগের আমি’ প্রকাশ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে আবার ফিরে আসেন। এতোক্ষণ ইউকি’র কথা বলার পর, আমি আপনাদের তাঁর খুবই জনপ্রিয় একটি গান শুনাবো। গানের নাম ‘আমি হচ্ছি এক মেয়ে’।

স্যুই হুয়াই ইয়ু_fororder_src=http___b-ssl.duitang.com_uploads_item_201607_07_20160707000906_MeKSR.jpeg&refer=http___b-ssl.duitang

বন্ধুরা, ‘আমি হচ্ছি এক মেয়ে’ গানটি ইউকি’র প্রথম একক অ্যালবাম থেকে নেয়া। অ্যালবামের বিক্রয় ১০ লাখেরও বেশি। এটি তাঁকে সংগীত জগতের কিংবদন্তিতে পরিণত করেছিল।

 

শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ শুনলেন ইউকি’র আরেকটি গান ‘অনুমান করো’। গানটি ১৯৯৮ সালের ৫আগস্ট প্রকাশ হয়। এটা ইউকি’র ইপি অ্যালবাম ‘৫,৬,৭,৮, গোয়িং’ এর অন্তর্ভূক্ত।

 

২০১৬ সালে ইউকি তাঁর ব্যক্তিগত ডিজিটাল একক গান ‘উই মাই!’ প্রকাশ করেন। এছাড়া, ২০১৭ সালে তাইওয়ান স্টার চাইনিজ চ্যানেলের পারস্পরিক যোগাযোগ সংগীত অনুষ্ঠানের উপস্থাপনা করেন। ২০১৮ সালে তিনি তাইপেই শহরে একক কনসার্ট করেন। চলতি বছর টিভি নাটকের জন্য তাঁর গাওয়া একটি গান প্রকাশিত হয়। এখন শুনুন তিনটি গান নিয়ে গঠিত তাঁর একটি লাইভ গানের সংমিশ্রণ।

 

প্রিয় বন্ধুরা, আপনারা কি বুঝতে পেরেছেন যে, ইউকি’র অধিকাংশ গান খুবই দ্রুত গতিতে গাওয়া। এখন শোনাবো তাঁর একটি ধীর গতির গান ‘পুনঃমূল্যায়ন’।