কফি হাউসের আড্ডা: বাংলাদেশে ভাইরাসের অবস্থা এবং টিকা গবেষণা নিয়ে ডাঃ ফাহমিদার সঙ্গে কথোপকথন
2021-01-08 19:42:01

কফি হাউসের আড্ডা: বাংলাদেশে ভাইরাসের অবস্থা এবং টিকা গবেষণা নিয়ে ডাঃ ফাহমিদার সঙ্গে কথোপকথন_fororder_微信图片_20210108193811

জীবনে চলার পথে ‘কত স্বপ্নের রোদ ওঠে, আর কত স্বপ্ন মেঘে ঢেকে যায়! কতজন এলো-গেলো কতজনই আসবে- কফি হাউসটা শুধু থেকে যায়।’

প্রিয় বন্ধুরা, কফিহাউসও থাকবে আর এ ২০ মিনিট আমি আছি আপনাদের সঙ্গে। শেয়ার করবো জীবনের অনেক গল্প।

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডাক্তার ফাহমিদা খানম। তিনি বর্তমানে বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোসাল মেডিসিনের ভাইরাসবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন। আজকের অনুষ্ঠানে ডাক্তার ফাহমিদা খানমের সঙ্গে আলোচনা করবো। চলুন তাহলে, আলাপ করি তার সঙ্গে।

(স্বর্ণা/এনাম/ছাই)

কফি হাউসের আড্ডা: বাংলাদেশে ভাইরাসের অবস্থা এবং টিকা গবেষণা নিয়ে ডাঃ ফাহমিদার সঙ্গে কথোপকথন_fororder_微信图片_20210108193756