খোদ যুক্তরাষ্ট্রে ‘কথিত সুন্দর দৃশ্যের’ অবতারণ, মার্কিন রাজনীতিকরা কী এবার মুখ লোকাবেন?: সিআরআই সম্পাদকীয়
2021-01-07 17:42:06

জানুয়ারি ৭: বিক্ষোভকারীরা লাঠি নিয়ে ভবনের গ্লাস, দরজা ও জানালা ভেঙে সংসদ ভবনে ঢুকে পড়ে। সিনেটর ও কংগ্রেসম্যানরা আতঙ্কে ছুটাছুটি শুরু করলে পুলিশ তাঁদেরকে নিরাপদ স্থানে সরিয়ে  নেয়। নিরাপত্তা রক্ষীরা বন্দুক দিয়ে দরজা সুসংহত রাখার আপ্রাণ চেষ্টা করে। এমন দৃশ্য হলিউডের কোন চলচ্চিত্রের নয়, বরং গতকাল (বুধবার) মার্কিন রাজধানী ওয়াশিংটনে অবস্থিত খোদ যুক্তরাষ্ট্রের পার্লমেন্ট ক্যাপিটল ভবনে  বাস্তবেই ঘটেছে। কেউ কেউ এমন দৃশ্যের নাম দিয়েছেন ‘সংসদের পতন’।

 

মার্কিন সাধারণ নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী, গতকাল দেশটির সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন ক্যাপিটল ভবনে বসে। এতে নির্বাচনের ফলাফল সত্যায়ন করার কথা ছিল। কিন্তু একই সময়ে ভবনটির বাইরে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সমর্থকদের এক বিক্ষোভ সমাবেশ করার আহবান জানান। ফলে ট্রাম্প সমর্থকরা সেখানে সমবেত হয়। ক্যাপিটল ভবনে অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা লাঠি-শুটা নিয়ে ভবনটিতে হামলা করে এবং ভিতরে অনুপ্রবেশ করে। নির্বাচনের ফলাফলকে পরিবর্তনের লক্ষ্য নিয়েই তারা এ হামলা চালায় বলে বিশ্লেষকদের মতামত।  ফলাফল পরিবর্তন করতে না পারলেও এ নজিরবিহীন সহিংসতায় এ পর্যন্ত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

 

যে দেশ নিজেকে মানবিক ও সাম্যের তীর্থ ভূমি বলে নিজেকে পরিচয় দেয়, সেদেশে এমন ন্যাক্কারজনক সহিংসতা বিশ্বকে অবাক করেছে। অনেকে আবার মনে করছেন যে, মার্কিন রাজনীতিকরা এতদিন অন্য দেশগুলোতে এমন ঘটনা সৃষ্টিতে মদদ জোগালেও এবার তাঁদের নিজের উপর পড়েছে।

 

একে বিশ্লেষন করতে গিয়ে অনেকে গত ২০১৯ সালের জুনে চীনের হংকংয়ে সহিংসতার ঘটনা উল্লেখ করছেন। সে সময় বিক্ষোভকারীরা হংকংয়ের সংসদ ভবনে একই স্টাইলে অনুপ্রবেশ করে ভাংচুর চালিয়েছিল। যা যুক্তরাষ্ট্রের এবারের ঘটনার সঙ্গে হুবহুব মিলে যাচ্ছে। কিন্তু সে সময় মার্কিন রাজনীতিকগণ হংকংয়ের সহিংসতাকে ‘সুন্দর দৃশ্য’ হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং সহিংসতাকারীদের ‘সমতা’ রক্ষাকারী হিসেবে প্রশংসা করেছিলেন।

 

কেবল হংকং নয়, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র সমতার অজুহাতে বিশ্বের নানা দেশে সহিংসতা উস্কে দিচ্ছে। তবে, তাঁদের ‘কথিত সুন্দর দৃশ্য’ খোদ যুক্তরাষ্ট্রে দেখা গেলে তাঁদের পুলিশ মরিচের গুড়া ছিটানোসহ নানা যন্ত্র দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ এবং ১৩জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করতে পিছপা হয় না। এতে ‘যুক্তরাষ্ট্রের কথিত সমতা’ নীতির মুখোশের শেষ সুতোটিও খসে পড়ছে।

 

(রুবি/এনাম/শিশির)