তেং জিছি
2021-01-06 13:43:55

তেং জিছি_fororder_src=http___img.improve-yourmemory.com_pic_4f138809da94a79d0bf71b8881a84add-2&refer=http___img.improve-yourmemory

চীনের এ জগত বিখ্যাত শিল্পীর পুরো নাম তেং জিছি বা গ্লোরিয়া তেং। তিনি  ১৯৯১ সালের ১৬অগাস্ট চীনের শাংহাই-এ জন্মগ্রহণ করেন। যখন তাঁর বয়স ৪ বছর, তখন তিনি পরিবারের সাথে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে স্থানান্তরিত হন। পরবর্তীতে তিনি চীনের হংকং গায়িকা, গীতিকার ও সংগীত প্রযোজক হিসেবে বিশ্বজোড়া খ্যাতি লাভ করেন।

 

তেং জিছি একটি সংগীত পরিবারে বেড়ে ওঠেন। তাঁর বাবা হংকংয়ের বাসিন্দা এবং মা শাংহাই কনজারভেটরি অফ মিউজিকের ভোকালিটি বিভাগের স্নাতক ছিলেন। তাঁর নানিও ছিলেন সংগীতের শিক্ষক। চাচা বেহালা বাজাতেন,আর  নানা অর্কেস্ট্রাতে স্যাক্সোফোন বাজিয়ে বেশ নাম কামিয়ে ছিলেন। এমন একটি সংস্কৃতিমনা পরিবারে বেড়ে উঠার সুবাধে তেং জিছি ছোটবেলা থেকেই সংগীতকে ভালোবেসে ফেলেন। তাহলে এখন তাঁর একটি গান শুনুন। গানের নাম “আরেকটি রূপকথা”।

তেং জিছি_fororder_src=http___p.ssl.qhimg.com_t011acec05b52788368_size=1080x720&refer=http___p.ssl.qhimg

২০০৮ সালে যখন তেং জিছি’র বয়স ১৬ বছর, তখন তিনি তাঁর প্রথম গান “তার জন্য অপেক্ষা করি” প্রকাশ করেন। একই বছরে তিনি প্রথম সংগীত ইপি "জেম" প্রকাশ করেন। ফলে হংকংয়ের বিভিন্ন সংগীত পুরস্কার অনুষ্ঠানে নতুন শিল্পী হিসেবে তিনি স্বর্ণ পুরস্কার জিতে চারদিকে হৈচৈ ফেলে দেন। ২০১১ সালে যখন তেং জিছি’র বয়স ১৯, তখন তিনি হংকং কলিসিয়ামে ৫টি একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন। ২০১২ সালে তাঁর সংগীত অ্যালবাম “এক্সপোজড” তাঁকে হংকংয়ের শীর্ষ নারী শিল্পীর পুরুস্কার এনে দেয়। সেসঙ্গে সেবছর সর্বাধিক বিক্রীত চীনা অ্যলবামের পুরুস্কারটিও তাঁর দখলে আসে। আচ্ছা, তাহলে এখন তেং জিছি’র অ্যালবাম “এক্সপোজড”-এর একটি গান শুনুন। গানের নাম “ফেনা”।

 

২০১৪ সালে তেং জিছি হুনান টিভি’র রিয়ালিটি শো ‘আমি একজন কণ্ঠশিল্পী’র দ্বিতীয় সিজনে” অংশ নিয়ে  রানার্স-আপ হন। একই বছর তিনি ২৭তম শিশুদের পছন্দ পুরস্কার কেসিএ’র সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরি এশীয় শিল্পী পুরস্কার লাভ করেন। তাঁর গাওয়া গানগুলো চীনা ভাষা ছাড়া ইংরেজী বা ক্যান্টোনিজ  ভাষায়ও রয়েছে। যদিও ক্যান্টোনিজ ভাষা অনেক চীনা মানুষও বুঝেন না, তবুও শুনতে খুবই ভাল লাগে। তাহলে এখন “তোমাকে পছন্দ করি” নামে একটি ক্যান্টোনিজ গান শোনাবো।

তেং জিছি_fororder_u=3718398695,4024589420&fm=26&gp=0

২০১৫ সালে তেং জিছি সিসিটিভি’র বসন্ত উৎসবে গান গেয়েছেন। সে বছর তিনি ফোর্বস চীন সেলিব্রিটি তালিকায় ১১তম স্থান অধিকার করেন। ২০১৬ সালে তিনি ফোর্বসের ‘বিশ্বে ৩০ বছরের নিচে সবচেয়ে সম্ভাব্য সংগীতশিল্পী’র তালিকায় অন্তর্ভুক্ত হন। একই বছর এমটিভি ইউরোপীয় সংগীত পুরস্কারে চীনের মূলভূভাগ ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের শ্রেষ্ঠ শিল্পী হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

 

বন্ধুরা, এতক্ষণ শুনলেন তেং জিছি’র গান। গানের নাম ‘স্বর্গ থেকে শয়তান’।

 

গানটি নিখুঁত প্রেম সম্পর্কে। মাঝে মাঝে এই মানুষ আপনাকে প্রচুর সুখ দিয়েছে, তবে, একইসাথে এই সুখী মুহুর্তগুলো আপনাকে লাভ ও ক্ষতির শিকারে পরিনত করে প্রচুর অসুখী করে তুলছে। কারণ এই মানুষ আপনার কাছে যতো বেশি সুখ নিয়ে আসে, সে আপনার জন্য ততো বেশি ক্ষতিও  নিয়ে আসে। এটি দ্বিমুখী অনুভূতি। তাহলে তিনি ফেরেশতা না কি শয়তান? জানার উপায় নেই। এখন আমরা তেং জিছি’র অন্য একটি গান শুনবো। গানের নাম ‘দ্য কন্টিনেন্ট’। গানটি একই নামে একটি চলচ্চিত্রের থিম সং হিসেবে ব্যাপক জনপ্রিয়।

 

২০১৮ সালে তেং জিছি যুক্তরাষ্ট্রের নাসা ব্রেকথ্রু প্রাইজ অনুষ্ঠানের উপস্থাপক ও অভিনয় শিল্পী ছিলেন। তারপর তিনি বিবিসি’র বার্ষিক একশ নারী তালিকায় অন্তর্ভূক্ত হন। ২০২০ সালে তাঁর সংগীত এ্যালবাম ‘সিটি জু’ ৩১তম তাইওয়ান গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডস-এ জুরি পুরস্কার লাভ করে। একই বছর ২০২০ এমনেট এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস অর্থাৎ মামা’র শ্রেষ্ঠ এশীয় শিল্পী পুরুস্কার জিতেন তিনি।

 

বন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনছেন, সেটা হলো একটি ব্যান্ডের গান। গানের নাম “তুমি সত্যিকারের খুশী নও।” হুনান টিভি’র রিয়ালিটিশো ‘আমি একজন কণ্ঠশিল্পী’র দ্বিতীয় সিজনে অংশ নেয়ার সময় তেং জিছি এ গানটি গেয়েছিলেন।