চাও লেই
2021-01-06 09:59:31

চাও লেই_fororder_QQ截图20201220112143

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম চাও লেই।  তাকে নতুন যুগে চীনা ব্যালাড সংগীতের প্রতিনিধিত্বকারী গায়ক হিসেবে বিবেচনা করা হয়। তার গানগুলোর কথা সহজ ও সুর সুন্দর। গানের মাধ্যমে সাধারণ মানুষের জীবন, স্বপ্ন, সমাজ ও চীনা সংস্কৃতির কথা বলা হয়েছে। তার অনেক গান চীনে বেশ জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা একসঙ্গে চাও লেইয়ের একটি সুন্দর গান ‘যৌবনের সময়’ শুনবো।গান ১

চাও লেই ১৯৮৬ সালে চীনের বেইজিংয়ে জন্মগ্রহণ করেন।  উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ার সময় তিনি সংগীত পছন্দ করেন এবং গিটার শিখতে শুরু করেন। এ সময় চাও লেই নিজের ব্যান্ড প্রতিষ্ঠা করে বিভিন্ন জায়গায় পারফরম্যান্স করতেন। এরপর তিনি গিটার নিয়ে চীনের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক শহরে ভ্রমণ করেন, এ অভিজ্ঞতা ভবিষ্যতে তার গান রচনায় অনেক সাহায্য করেছে।  ২০০৯ সালে চাও লেই একটি যৌথ অ্যালবাম করেন। এই অ্যালবাম প্রচারের সঙ্গে সঙ্গে চাও লেই এর নাম প্রথমবারের মত মানুষের কাছে পরিচিত হয়। বন্ধুরা, এখন চাও লেইয়ের একটি জনপ্রিয় গান ‘স্বপ্ন’ শুনবো।গান ২

২০১০ সালে চাও লেই তখনকার চীনের জনপ্রিয় একটি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেন।  ফাইনাল পর্যন্ত যেতে না পারলেও তার সুন্দর ব্যালাড গান অনেকের দৃষ্টি আকর্ষণ করে। পরের বছর তিনি তার প্রথম অ্যালবাম ‘চাও লেই’ প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান  ‘দক্ষিণাঞ্চলের মেয়ে’ প্রকাশের পরই অনেক জনপ্রিয় হয়ে ওঠে। গানে উত্তরাঞ্চলে থাকা এক দক্ষিণাঞ্চলের মেয়ের গল্প বলা হয়।  গানের সুর ও কথা খুব সহজ হলেও চাও লেইয়ের গভীর কণ্ঠে গানটি অনেক আকর্ষণীয় হয়ে ওঠে। বন্ধুরা, এখন চাও লেইয়ের জনপ্রিয় গান ‘দক্ষিণাঞ্চলের মেয়ে’ শুনবো।গান ৩

প্রথম অ্যালবাম প্রকাশের পর চাও লেই বিভিন্ন শহরে কনসার্ট আয়োজন করেন এবং ব্যাপক জনপ্রিয় হন। তার গানগুলো জনপ্রিয় হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হল গানের কথা ও গল্প মানুষের জীবনের সঙ্গে মিলে যায়। দৈনন্দিন জীবনে যেসব সূক্ষ্ম বিষয় ও অনুভূতি- যা মুখে বলা যায় না, সেসব তার গানে শোনা যায়। ব্যস্ত শহর জীবনে চাও লেইয়ের গান যেন মানুষের মনের সান্ত্বনা! যেমন তার জনপ্রিয় গান ‘গুলৌ’। গুলৌ মানে ড্রাম টাওয়ার, যা বেইজিংয়ের একটি প্রাচীন স্থাপত্য এবং জনপ্রিয় পর্যটনস্থান। গুলৌও চাও লেইয়ের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা। সেখানকার হুথোং— প্রাচীন আবাসিক এলাকায় মানুষের জীবন, ব্যস্ত রাস্তা, পর্যটকের হাসি ও কান্না ও তার স্মৃতি গানে তুলে ধরেছেন এবং অনেক মানুষ মুগ্ধ হয়েছে। বন্ধুরা, এখন চাও লেইয়ের গান ‘গুলৌ’ শুনবো।গান ৪

২০১৪ সালে চাও লেই জনপ্রিয় সংগীতানুষ্ঠান ‘শ্রেষ্ঠ চীনা গানে’ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তার নিজের রচিত গান ‘ছবি’ বিচারকদের প্রশংসা পায় এবং গানটি পরে প্রকাশিত হয়।  একই বছর তিনি নতুন অ্যালবাম ‘জিম রেস্তোরাঁ’ প্রকাশ করেন। এই অ্যালবামে তিনি একটি রেস্তোরাঁর মালিকের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সাধারণ মানুষের গল্প তুলে ধরেছেন। কিছু সংগীত সমালোচক বলেন, প্রতিটি মানুষ এই অ্যালবামের গানে নিজের ছায়া খুঁজে পাবে। বন্ধুরা, এখন শুনুন চাও লেইয়ের সুন্দর গান ‘জিম রেস্তোরাঁ’গান ৫

২০১৭ সালে চাও লেই নতুন অ্যালবাম ‘বড় হতে চাই না’ প্রকাশ করেন।  অ্যালবামের গান ‘ছেং তু’ বেশ জনপ্রিয় হয় এবং বার্ষিক সবচেয়ে জনপ্রিয় ও শ্রেষ্ঠ গানসহ অনেক পুরস্কার পায়। ‘ছেং তু’ চীনের সিছুয়ান প্রদেশের রাজধানী ও জনপ্রিয় একটি শহর। ছেং তু’র রাতের দৃশ্য, আরামদায়ক জীবন স্টাইল ও বেশিষ্ট্যময় লোকসংস্কৃতি- এই গানে ফুটে উঠেছে। বন্ধুরা, এখন চাও লেইয়ের সুন্দর গান ‘ছেং তু’ শুনবো।গান ৬

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা: chengmin@cri.com.cn। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।