হু সি লেং
2021-01-06 14:25:00

হু সি লেং_fororder_hu

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী হু সি লেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

হু সি লেং, মঙ্গোলীয় জাতির মানুষ। ১৯৮২ সালের ২১ মে চীনের ইনারমঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী।

 

২০০৫ সালের অক্টোবর মাসে হু সি লেং চীনের কেন্দ্রীয় টেলিভিশনের ‘সিং কুয়াং তা তাও’ নামে কণ্ঠশিল্পীর প্রতিযোগিতার টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে সে বছরের চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারপর ২০০৭ সালের ডিসেম্বর মাসে হু সি লেং-এর প্রথম চীনা ভাষার অ্যালবাম ‘Wild goose’ প্রকাশিত হয়। আচ্ছা, এখন শুনুন সুন্দর এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন হু সি লেং-এর গান ‘আমার ভালোবাসা তৃণভূমিতে’। গানের কথায় বলা হয়: তোমার কাছে যাই, তোমায় ভালোবাসি। তোমাকে বিদায় দেই, তোমাকে মিস করি। তোমার নিঃশ্বাস শুনি, তোমার গায়ে স্পর্শ করি। তৃণভূমি, সুন্দর তুমি, আমার সব ভালোবাসা তোমাকে দেই। আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

বন্ধুরা, এখন শুনুন হু সি লেং-এর আরেকটি গান, গানের নাম ‘তৃণভূমির রাত অনেক সুন্দর’। গানের কথায় বলা হয়: তৃণভূমির রাতের দৃশ্য অনেক সুন্দর, সুর বাতাসে ভেসে যায়। রাতের বাতাস আকাশের তারার দিকে বয়ে যায়। তৃণভূমির দৃশ্য এত সুন্দর হয়! আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হু সি লেং-এর গান ‘দয়া করে তৃণভূমিতে চলে আসুন’। গানের কথায় বলা হয়: প্রাচীন বাদ্যযন্ত্র, সুন্দর সুর। বড় নদী, দীর্ঘ পাহাড়। সবুজ তৃণভূমিতে বিভিন্ন ফুল ফুটেছে। বিভিন্ন জাতির মানুষ এখানে সহাবস্থান করে। তৃণভূমিতে চিরদিনের ভালোবাসা থাকে। আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম ‘মঙ্গোলীয় জাতির পুরুষ’। গানের কথায় বলা হয়েছে: মাথার উপরে সাদা সাদা মেঘ, তৃণভূমিতে দৌড়ে যাচ্ছে সুন্দর ঘোড়া। বাতাস বয়ে যায়, হাজার বছর ধরে গান গায়। মাতাল হয়ে আকাশের দিকে হাসে, স্বপ্নেও দেখা যায় এই সুন্দর তৃণভূমি। তৃণভূমিতে জন্ম হলে আমরা সবাই মঙ্গোলীয় জাতির পুরুষ। আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হু সি লেং-এর গান ‘জন্মস্থানকে মিস করি’। গানের কথাগুলো এমন: তুষারে আমরা ভিন্ন জায়গায় আছি। স্বপ্ন অনেক দূর, সব কিছুই অসাড় হয়। চাঁদের দিকে তাকাই, বাড়ি কোথায়। রাত এত লম্বা হয়, মনের সব কথা ঠান্ডা হয়ে যায়। চিন্তা করতে পারি না, ভুল যাওয়া যায় না, আমি জন্মস্থানে ফিরে যেতে চাই। আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হু সি লেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)