বাংলাদেশে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত; যুক্তরাজ্যের সব ফ্লাইট বন্ধের সুপারিশ
2021-01-02 19:09:39

বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা বিসিএসআইআর করোনাভাইরাসের নতুন একটি স্ট্রেইন বাংলাদেশে শনাক্ত করেছে, যার সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনাভাইরাসের সাদৃশ্য রয়েছে। এ অবস্থায় লন্ডন থেকে আসা সব ফ্লাইট বন্ধের সুপারিশ করেছে বাংলাদেশের সংসদীয় কমিটি। ফ্লাইট বন্ধ না করা পর্যন্ত লন্ডন থেকে দেশে ফেরা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালনেরও সুপারিশ করা হয়। বিস্তারিত থাকছে আজকের সংবাদ পর্যালোচনায়।

 

বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা গত মাসে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতে করোনাভাইরাসের নতুন ধরনের এই স্ট্রেইন শনাক্ত করেন। সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন যে একটি স্ট্রেইন পাওয়া গেছে, সেটি আগের স্ট্রেইনটির তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায় বলে জানানো হয়েছে।

 

সম্প্রতি যুক্তরাজ্যে শনাক্ত নতুন ভাইরাসটির স্ট্রেইনে যে বৈশিষ্ট্য আছে, তার সাথে বাংলাদেশে পাওয়া ভাইরাসটির পুরোপুরি মিল না থাকলেও অনেকটাই মিল রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিসিএসআইআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান বাংলাদেশের আগে এমন মিউটেশনের খবর রাশিয়া এবং পেরুতে পাওয়া যায়। ওই দেশগুলোতে একটি করে নমুনায় এমন মিউটেশন পাওয়া গিয়েছিল। কিন্তু বাংলাদেশে মোট ১৭টি নমুনার মধ্যে ৫টিতেই এমন মিউটেশন পাওয়া গেছে বলে জানান তিনি। সেলিম খান বলেন, আগারগাঁয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে ওই নমুনাগুলো জেনোম সিকোয়েন্সের জন্য নিয়েছিলেন তারা।

 

এদিকে, যুক্তরাজ্য জুড়ে নতুন ধরনের করোনা ভাইরাসের তাণ্ডব চলছে। অতি দ্রুত ছড়ায় এই করোনা ভাইরাস। করোনার প্রতিষেধক দেয়া যখন পুরোদমে চলছে, তথনই  লন্ডন সহ দক্ষিণ ইংল্যান্ডে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন ধরনের করোনা ভাইরাস। যার জেরে যুক্তরাজ্যে আবার শুরু হয়েছে লকডাউন। ইউরোপের অনেক দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে।

বুধবার ব্রিটিশ সরকার ঘোষণা করে যে, দেশটির মধ্যাঞ্চল, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কোভিড-১৯ মহামারী প্রতিরোধক ব্যবস্থা চতুর্থ পর্যায়ে উন্নীত করা হবে। করোনাভাইরাসের নতুন ধরন বর্তমানে ব্রিটেনের বেশ কিছু এলাকায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। মহামারীর সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তা ছাড়া, দেশটির অন্যান্য অঞ্চলে তৃতীয় পর্যায়ের প্রতিরোধক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

গত সপ্তাহে যুক্তরাজ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডাব্লিউএইচও)-কে এই ভাইরাস সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছিল, তা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। লন্ডনের নতুন যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের ৬০ শতাংশই নতুন ভাইরাসের কবলে পড়েছেন।

এ ভাইরাসের কারণে জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক এবং কানাডাসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ এ পর্যন্ত যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। ভারতও যুক্তরাজ্য থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে লন্ডন থেকে আসা সব ফ্লাইট বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।