আজকের ‘ঊর্মির বৈঠকখানা’ অনুষ্ঠানে আমার সাথে যোগ দিচ্ছেন ড. ফখরুল ইসলাম বাবু । তিনি বাংলাদেশী বংশোদ্ভূত একজন চীনা নাগরিক। চীনের হংকং ও শেনচেন এবং বাংলাদেশে তাঁর নিজের কোম্পানি আছে। একজন চীনা হিসেবে তিনি চীন-বাংলাদেশ মৈত্রী উন্নয়নে অনেক অবদান রাখছেন। তাঁর উদ্যোগে চীন ও বাংলাদেশের মৈত্রী কেন্দ্র (CBFCL) প্রতিষ্ঠিত হয়েছে । CBFCL একটি নিবন্ধিত অলাভজনক, অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। এই সংস্থা চীনের ‘এক দেশ দুই ব্যবস্থা’, ‘একচীন নীতি’ এবং ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাবের সমর্থন করে। এই সংস্থার মধ্য দিয়ে চীন ও বাংলাদেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক এবং সাংস্কৃতিক সম্পর্ককে এগিয়ে নিতে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য এবং সংস্কৃতি মহলের তীব্র আশা-আকাঙ্ক্ষা তুলে ধরা হয়।
তো চলুন কথা বলি তাঁর সঙ্গে।