“আমাদের ব্যাংকখাত একটা পরীক্ষার মধ্যদিয়ে যাচ্ছে”
2021-12-31 21:16:43


ব্যবসাপাতির ৫৪তম পর্বে যা থাকছে: 


# ‘প্রান্তিক কৃতিদের পুরস্কৃত করছে সিএমজি’

# প্রজন্ম থেকে প্রজন্মে চীনা পোর্সেলিন

এ সপ্তাহের সাক্ষাৎকার:

বাংলাদেশে ঋণ পুঞ্জিভূত হচ্ছে। আমি মনে করি, ছোট শিল্প, মাঝারি শিল্পগুলোরও ঋণ পাওয়া উচিত। তা না হলে এগুলো দিন দিন ঝরে পড়বে। এটা আমাদের ব্যাংকগুলোর একটা দুর্বলতা। আর সবেচেয়ে বেশি নজর দিতে হবে ব্যাংকের সুশাসনের দিকে। এখানে সুশাসনের অভাব আছে। পরিচালক, চেয়ারম্যানদের হস্তক্ষেপ এমনকি ব্যবস্থপনার দুর্বলতার ফলে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতের টাকা হুমকির মুখে পড়েছে। মোটকথা আমাদের ব্যাংকখাত একটা পরীক্ষার মধ্যদিয়ে যাচ্ছে। ৪-৫ বছর আগেও ব্যাংকখাতের যে অবস্থা ছিলো, সুশানের ব্যাপারটি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। অতিদ্রুত এসব সমাধান না করা হলে তাহলে ভবিষ্যতে সামনে এগিয়ে যাওয়া কঠিন হবে।“

- ড. সালেহউদ্দিন আহমেদ