‘প্রান্তিক কৃতিদের পুরস্কৃত করছে সিএমজি’
2021-12-31 20:40:09

ডিসেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: করোনা মহামারির থাবায় পুরো পৃথিবী যেখানে বিপর্যস্ত সেখানে চীন উন্নয়নের পথে প্রতিনিয়তই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গেল দুই বছরে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে সরকারি প্রচেষ্টায় যারা নিরলস সহযোগিতা করে আসছেন তাদের সম্মাননা প্রদান করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। 


 


দারিদ্র বিমোচনে বহুদিন ধরেই নানামাত্রিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে চীন সরকার। এসব কার্যক্রমের অন্যতম গ্রামীণ অর্থনীতিকে পুনরুদ্ধার। এরই অংশ হিসেবে গ্রামাঞ্চলে পণ্য উৎপাদন ও সরবরাহ বাড়াতে নেয়া হয় নানা কর্মসূচি। বিশেষ করে পরিবহন খাতকে আরো মানুষের নাগালে পৌছাতে সরকারিভাবে নেয়া হয় পদক্ষেপ। 


বছর জুড়ে গ্রামীণ অর্থনীতি বিকাশে যারা অসামান্য অবদান রেখেছেন তাদের বিশেষ সম্মাননা দিতে এবার এগিয়ে এসেছে দেশটির সবচেয়ে বড় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ -সিএমজি। সম্প্রতি ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন NDRC  প্রকাশিত ‘২০২১ সালের অসামান্য কার্যতালিকা’অনুযায়ী তাদের এ পুরস্কার দেয়া হয়।    

   


আর্থিক সহায়তা কার্যক্রমের সম্প্রসারণ, অনুদান, দারিদ্র্যপীড়িত এলাকা থেকে কৃষিজাত পণ্যের বিক্রয় বাড়ানো ও বিনামূল্যে বিজ্ঞাপন সহ একাধিক ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফল্যের কারণে তাদের এ সম্মাননা দেওয়া করা হয়।   



২০২০ সাল থেকে দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের লিয়াংশান ই স্বায়ত্তশাসিত অঞ্চলের দারিদ্র্য বিমোচনে স্থানীয় সরকারের সঙ্গে সিএমজি একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া এ অঞ্চলের স্থানীয় শিল্পের বিকাশে লাইভস্ট্রিম মার্কেটিং এর একটি প্রোগ্রাম চালু করেছে সিএমজি। ফলে একই বছরের নভেম্বরে সি তে কাউন্টি দারিদ্র্য তালিকা থেকে মুক্ত হয়।


২০১৬ থেকে দেশব্যাপী দারিদ্র-পীড়িত অঞ্চলগুলির জন্য বিনামূল্যে জনস্বার্থে বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে সিএমজি। যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

  


ঐশী/ সাজিদ