সামরিক বাজেট থেকেই বোঝা যায় বিশ্বশান্তির জন্য সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র: সিএমজি সম্পাদকীয়
2021-12-31 11:28:34

ডিসেম্বর ৩১: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন অর্থবছরের প্রতিরক্ষা বাজেট বিল স্বাক্ষর করেছেন। প্রতিরক্ষা বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে ৭৬৮২০ কোটি মার্কিন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ৫ শতাংশেরও বেশি। মার্কিন অনলাইন ম্যাগাজিন স্লেট জানিয়েছে, মুদ্রাস্ফীতি বিবেচনায় রাখলেও, এ বাজেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সরকারের সবচেয়ে বড় সামরিক বাজেট। এ থেকে প্রমাণিত হয় যে, যুক্তরাষ্ট্র বিশ্বের শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি ও সবচেয়ে বড় ‘অস্ত্র ব্যবসায়ী’।

আফগান যুদ্ধের অবসান ঘটেছে। তাহলে কেন নতুন বছরে মার্কিন সামরিক বরাদ্দ এতো বেশি? এ সম্পর্কে মার্কিন বার্কলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট রাইখ বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ করে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২০ সালে মার্কিন অস্ত্র ঠিকাদাররা রাজনীতিবিদদের বিভিন্ন কার্যক্রমে ৪.৭ কোটি মার্কিন ডলারের বেশি অর্থায়ন করেছে। তাই সামরিক বাজেট বিশাল হওয়া অস্বাভাবিক নয়।

এ সম্পর্কে মার্কিন ব্লুমবার্গের সর্বশেষ সম্পাদকীয়তে বলা হয়েছে, জাতীয় কংগ্রেস প্যান্টাগনের সামরিক ব্যয় নিয়ন্ত্রণ করতে না-পারলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎআরও নাজুক হবে। কারণ, কোভিড-১৯ মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের নিম্নবিত্তদের জীবনমান অনেক নেমে গেছে; মুদ্রাস্ফীতির কারণে তা আরও গুরুতর আকার ধারণ করবে।

গত ২০ বছরে সন্ত্রাসদমনের অজুহাতে বিশ্বের ৮৫টি দেশে যুদ্ধ চাপিয়ে দিয়েছে বা সামরিক অভিযান চালিয়েছে ওয়াশিংটন। ওসব যুদ্ধে ৯ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং কোটি কোটি মানুষ গৃহহারা হয়েছে। আফগান যুদ্ধ অবসানের পর এতো বিশাল সামরিক বাজেট দিয়ে বিশ্বে আরও নতুন দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করতে চায় কি যুক্তরাষ্ট্র? এমন আশঙ্কা রয়েই যাচ্ছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)