ফিরে দেখা ২০২১...
প্রতিবারের মতো এবারও আমরা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন আরো একটি বছরকে স্বাগত জানাতে চলেছি। বহুকাল ধরে সারা বিশ্বে নববর্ষকে উত্সবমূখর পরিবেশে বরণ করে নেয়া হয়। তবে প্রাচীনকালে সারা বিশ্বে একই দিন নববর্ষ উদযাপিত হতো না, কারণ তখন বিশ্বের বিভিন্ন দেশে নববর্ষের ভিন্ন ভিন্ন তারিখ ছিল।
কালের পরিক্রমায় বর্তমানে সারা পৃথিবী প্রায় একযোগে ১ জানুয়ারিকে নববর্ষ হিসেবে উদযাপন করে। চীনে এই বিশেষ দিনটিকে ইউরোপীয় পঞ্জিকার নববর্ষ বলা হয়। তবে চীনের নিজস্ব একটি নববর্ষও রয়েছে। সেটি ‘বসন্ত উত্সব’ হিসেবে পালিত হয়, চীনারা একে চন্দ্র পঞ্জিকার নববর্ষ বলে থাকেন। বসন্ত উত্সবের সময় চীনারা বিভিন্ন রীতি-নীতি পালনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেন।
২০২১ সাল আমাদের থেকে বিদায় নিতে চলেছে। তবে রেখে যাবে অনেক স্মৃতি, যাদের কিছু সুখের এবং কতক আবার দুঃসহ যন্ত্রণার। তবে মানুষ হিসেবে আমরা সবসময় সুখের স্মৃতির রোমন্থন করতেই ভালোবাসি। বছরজুড়ে সংবাদ মাধ্যমও কাভার করেছে এমন বিচিত্রসব ঘটনা।
মজার স্মৃতি:
১. বন্য হাতিদের ভ্রমণ
-- “ঘর থেকে বেরিয়ে দূরে গমনকারী ইয়ুননান প্রদেশের বন্য হাতিরা পথে বিশ্রাম নিচ্ছে
১১০ দিনে ১৩০০ কিলোমিটারের বেশি হেঁটেছে তারা, সারা বিশ্বের ১০ কোটি নেটিজেন হাতির ওপর নজর রেখেছিল। চীনারা হাতির যাত্রাকে সুরক্ষিত করেছে।
২. চীন-লাওস রেলপথ
--চীন-লাওস রেলপথের উদ্বোধন
পথ চালু হলে অর্থনীতি চাঙ্গা হবে, মৈত্রীর বন্ধন আরও গভীর হবে এবং যোগাযোগ আরও সুসংহত হবে।
৩. চীনা ভ্যাকসিন
--ফিলিপিন্সের প্রেসিডেন্ট তুটর্ট বিমান বন্দরে চীনা ভ্যাকসিন গ্রহণ করেন।
এখনো বিশ্ববাসী করোনার ছায়ায় রয়েছে। চীনা ভ্যাকসিন এ সংকট থেকে বের হওয়ার জন্য আলোকবর্তিকা হিসেবে আবির্ভুত হয়েছে।
৪. আফগান পাইন
আফগান পাইন দেশটির জন্য আশার আলো বয়ে এনেছে। তিনমাসের মধ্যে চীনে পাইন বিক্রির মাধ্যমে আফগানিরা ১০ কোটি ইউয়ান আয় করেছেন।
কষ্টের স্মৃতি:
১. ইউয়ান লুং পিং’র মৃত্যু
--চীনের হাইব্রিড ধানের জনক ইউয়ান লুং পিং মারা গেছেন। তাঁর উদ্ভাবিত হাইব্রিড ধান বিশ্ব খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যাপক অবদান রাখছে। পুষ্পমালা ছাড়াও ভক্তরা ধানের শীষ অর্পণ করে তাকে স্মরণ করেন।
২. ইন্দেনেশিয়ায় সাবমেরিন দুর্ঘটনা
সাবমেরিনে থাকা ৫৩ জন নিহত হন।
৩. চীনের হ্যনান প্রদেশে ভয়ঙ্কর ঝড়বৃষ্টি
বন্যার মুখে অনেকে হাত দিয়ে প্রাণ বাঁচানোর নৌকা তৈরি করেছেন।
রুবি/এনাম