দেহঘড়ি পর্ব-৫০
2021-12-31 20:48:37

দেহঘড়ি পর্ব-৫০

 

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের একটি বিশেষ সাক্ষাৎকার।

 

 

#প্রতিবেদন

আরও ২ কোটি টিকা এলো চীন থেকে

চীন থেকে বাংলাদেশে এসেছে করোনাভাইরাসের আরও ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা।

ইউনিসেফ বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইউনিসেফের মধ্যে যৌথভাবে খরচ বহনের চুক্তির আওতায় মঙ্গলবার এসব টিকা দেশে এসেছে।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এ দফায় চীন থেকে বাংলাদেশে ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা আসার মধ্য দিয়ে এ বছর জুন মাস থেকে এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা-অনুমোদিত বিভিন্ন সূত্র থেকে ইউনিসেফ ১০ কোটিরও বেশি টিকা সরবরাহ করেছে বাংলাদেশে।

ইউনিসেফ সরবরাহকৃত ১০ কোটি ডোজ টিকার মধ্যে ৫ কোটিরও বেশি সংগৃহীত হয়েছে কোভ্যাক্স সুবিধার মাধ্যমে। ইউনিসেফ সরবরাহকৃত এসব টিকার বাইরে বাংলাদেশ সরকার বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে, বিশেষ করে চীনের কাছ থেকে, বিপুল সংখ্যক টিকা সংগ্রহ করেছে।

ইউনিসেফের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিকার এই চালান ২০২২ সালের জুন মাসের মধ্যে বাংলাদেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে কোভিড-১৯ টিকার আওতায় আনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার ২৮.৪৪ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে।

 

#হেল্‌থ_বুলেটিন

বুস্টার ডোজের প্রয়োগ শুরু বাংলাদেশে

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে শুরু হয়েছে বুস্টার ডোজের প্রয়োগ। গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক জানিয়েছেন, বুস্টার ডোজের প্রয়োগ স্বল্প পরিসরে শুরু হয়েছে। চিঠি দেওয়া হয়েছে দেশের সবকটি কেন্দ্রে। যে কেন্দ্রগুলো প্রস্তুত নেই তারা পর্যায়ক্রমে টিকা প্রয়োগের কার্যক্রম শুরু করবে। 

রাজধানীর যেসব হাসপাতালে বুস্টার টিকা দেওয়া হচ্ছে সেগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

 

বাংলাদেশে আরও ১ জনের অমিক্রন শনাক্ত

বাংলাদেশে আরও একজন করোনার নতুন ধরন অমিক্রনে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪ জন অমিক্রন শনাক্ত হলেন। জার্মান সংস্থা জিআইএসএআইডি এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে অমিক্রন শনাক্ত ওই ব্যক্তির নমুনা নেওয়া হয় ২৭ ডিসেম্বর। তিনি একজন নারী এবং ঢাকা বিভাগের বাসিন্দা। এর আগে সোমবার এক ব্যক্তির অমিক্রন সংক্রমণ ধরা পড়ে। বাংলাদেশে সর্বপ্রথম জিম্বাবুয়ে ফেরত দুই নারীক্রিকেটার অমিক্রনে আক্রান্ত হন।

 

বাংলাদেশে ১১ সপ্তাহে সর্বোচ্চ করোনা শনাক্ত

বাংলাদেশে ক্রমেই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত বুধবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯৫ জনের। এ সংখ্যা আগের দিনের চেয়ে ৯৮ জন বেশি এবং গত ১১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হলো মোট ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। এছাড়া সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে ২.৩৭ শতাংশে। দেশে করোনায় মোট মারা গেছে ২৮ হাজার ৬৩ জন।

এদিকে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন এর পুরনো ডেল্টা ধরনের প্রাদুর্ভাব কমিয়ে দিতে পারে বলে দাবি করা হয়েছে নতুন এক গবেষণায়। দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের ওই গবেষণায় এমন চমকপ্রদ তথ্য মিলেছে। অমিক্রন আক্রান্ত ৩৩ জনের ওপর গবেষণায় দেখা গেছে, যারা করোনার নতুন এ ধরনে আক্রান্ত হয়েছেন তাদের শরীরে ডেল্টা ধরনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক অ্যালেক্স সিগ্যাল  সোমবার টুইটারে লিখেছেন, তাদের অভিজ্ঞতা বলছে, অমিক্রন ডেল্টা ধরনকে বিতাড়িত করতে সাহায্য করবে।

 

করোনা প্রতিরোধে ৩ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা চীনের

করোনা প্রতিরোধে আগামী ৩ বছরের মধ্যে আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে অতিরিক্ত আরও ৩ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। ২০২১ সালে বিশ্বব্যাপী করোনা সহযোগিতার ব্যাপারে প্রেসিডেন্ট সি চিনপিং যেসব প্রতিশ্রুতি দেন এটি তার মধ্যে অন্যতম। চায়না মিডিয়া গ্রুপের এক খবরে বলা হয়, সারা বিশ্বের ১২০টিরও বেশি দেশ ও সংস্থাকে অন্তত ২ বিলিয়ন ডোজ করোনা টিকা উপহার হিসেবে পাঠায় চীন। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে অন্তত ৫৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। সবচেয়ে বেশি হুমকিতে আছে উন্নয়নশীল দেশগুলো। চলতি বছর আন্তর্জাতিক নানা বৈঠকে অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশকে টিকা সহযোগিতা দেওয়ার প্রতিশ্রতি দেন চীনা প্রেসিডেন্ট।

 

দেহঘড়ির আজকের পর্বটি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। আজ আমাদের অতিথি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নাজমুল হক। জনাব নাজমুল হক আলোচনা করেছেন ছোট ছোট অভ্যাসের মাধ্যমে কিভাবে ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও হৃদরোগের মতো জটিল রোগ প্রতিরোধ করা যায়। সাক্ষাৎকার নিয়েছেন এইচআরএস অভি।

 

## দেহঘড়ির ৫০তম পর্বের বিশেষ আয়োজন

 

সাক্ষাৎকারে এবারের অতিথি: ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নাজমুল হক

 

জনাব নাজমুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি আলোচনা করেছেন ছোট ছোট অভ্যাসের মাধ্যমে কিভাবে ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও হৃদরোগের মতো জটিল রোগ প্রতিরোধ করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় কাজ করছেন দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের এই কর্মকর্তা।

 

বিশেষ পর্বে সাক্ষাৎকার নিয়েছেন এইচআরএস অভি।