আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন শিক্ষার্থী গাজি তৌফিক এজাজ। তিনি বর্তমানে নানিচিংয়ের হুহাই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন জলসেচ ও জলসম্পদ বিষয়ের ওপর।
২০১৬ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ২০১৮ সালে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালের জুন মাস থেকে তিনি জলসেচ ও জলসম্পদ নিয়ে চীনের জাতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষাগারের গবেষকের সহকারী হিসেবে কাজ করে আসছেন। বিশেষ করে পিএইচডির জন্য চীনা অধ্যাপক চাং খ্য’র সাথে অনেক গবেষণামূলক কাজ করেছেন ও করছেন।
২০১৯ সালে তিনি সিএসসি’র শ্রেষ্ঠ আন্তর্জাতিক শিক্ষার্থী বৃত্তি লাভ করেন এবং ২০১৯ সালে চিয়াং সু প্রদেশের সরকারী বৃত্তি লাভ করেন। একই সঙ্গে তিনি দেশি-বিদেশি বিভিন্ন ফোরাম ও সংস্থার সঙ্গে জড়িত আছেন। গাজি তৌফিক ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হাইড্রো-এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের একজন সক্রিয় সদস্য। তিনি লাংছাং-মেকং নদীর জলসম্পদ সহযোগিতা কেন্দ্রের উদ্যোগের সাথে জড়িত অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর খোঁজ-খবর নিয়েছেন। তিনি চীনকে ভালবাসেন। চীনা অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে তাঁর গভীর আগ্রহও রয়েছে। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।