প্রজন্ম থেকে প্রজন্মে চীনা পোর্সেলিন
2021-12-31 20:25:05

ডিসেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: পোর্সেলিনের রাজধানী বলা হয় চীনের চিংদাচেন শহরকে। দীর্ঘ ঐতিহ্য ও গুণগত মানের জন্য এখানকার পোর্সেলিনের খ্যাতি বিশ্বজুড়ে। সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে প্রজন্ম থেকে প্রজন্মে নিপুন এ শিল্পকর্মের ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন তরুণ শিল্পীরা। 

 


চীনের পোর্সেলিন শিল্পের আছে সুদীর্ঘ ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রেখেছে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশে চিংদাচেন শহর। একে বলা হয় পোর্সেলিনের রাজধানী। হাজার বছর ধরে এখানে তৈরি হচ্ছে চোখ জুড়ানো পোর্সেলিন সামগ্রী। এখানকার কারুশিল্পীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছেন শিল্প নৈপুণ্যের ধারা। 

 


এমনি একজন ওস্তাদ কারুশিল্পী হুয়াং ইয়ুনফাং। তিনি বলছিলেন, ‘পোর্সেলিনের কাজ সহজ নয়। কারুশিল্পী একটু অসাবধান হলেই তার পুরো কাজটা মাটি হয়ে যাবে।’

 


পোর্সেলিন সামগ্রী তৈরির অনেকগুলো ধাপ রয়েছে। মাটি ছানা, চাকে দেয়া, ছাঁটা, শুকানো, চকচকে করা, আগুনে পোড়ানো, রং করা। প্রতিটি ধাপেই প্রয়োজন হয় সর্বোচ্চ মনোযোগ ও দক্ষ হাতের ছোঁয়া। 

 

পোর্সেলিনের সামগ্রীতে যদি হাওয়ার বুদ্বুদ দেখা দেয় তাহলে পুরো সৃষ্টিটাই নষ্ট হয়ে যায়। মাটির মধ্যে যদি হাওয়া থেকে যায় তাহলে পোড়ানোর সময় সেটি বের হয়ে আসে এবং সামগ্রীটাকে নষ্ট করে দেয়। 

পোর্সেলিন সামগ্রী তৈরির জন্য বিখ্যাত হলো হুয়াংইয়াও গ্রুপ। এই প্রতিষ্ঠানের প্রধানের চোখে ধরা পড়ে সামান্য ত্রুটিও। 

 

হুয়াং বিনের বাবা  হুয়াং ইয়ুনফাং অত্যন্ত বিখ্যাত কারুশিল্পী। তিনি যখন পোর্সেলিনের উপর রং করেন তখন তা হয়ে ওঠে নিখুঁত শিল্প। 

পোর্সেলিনের একজন শিল্পী জ্যাকসন লি। তিনি পোর্সেলিনের কাজে পেয়েছেন সাফল্যও খ্যাতি। তিনি জানান, কাজ শিখতে প্রয়োজন দীর্ঘ দিন ধরে লেগে থাকা। 

 


“অসংখ্যবার চেষ্টার পর মনের মতো এমন কিছু সৃষ্টি করা সম্ভব হয়।“

 

সানবাও গ্রামে আছে চিংদাচেন পোর্সেলিন বিশ্ববিদ্যালয়। প্রাচীন যুগের পোর্সেলিন থেকে রেপ্লিকা তৈরিও কারুশিল্পীদের অন্যতম কাজ। মিং রাজবংশের সময়কার অনেক পোর্সেলিন সামগ্রীর রেপ্লিকা তৈরি করা হয় সংরক্ষণের জন্য। এমন একটি রেপ্লিকা একবার ভুলক্রমে বিদেশের এক নিলামেও চলে গিয়েছিল। বিশেষজ্ঞরাও ধাঁধাঁয় পড়ে গিয়েছিলেন সেটা আসল না রেপ্লিকা তা নিয়ে। 


 


চিংদাচেনের অধিবাসীদের অধিকাংশই জীবিকা নির্বাহ করেন পোর্সেলিন শিল্প থেকে। পর্যটকদের জন্য এই পোর্সেলিন নগরী একটি বড় আকর্ষণ।

শান্তা/ সাজিদ