আকাশ ছুঁতে চাই পর্ব ৫৪
2021-12-30 21:23:48

নারীর জন্য কেমন গেল ২০২১

১.  সাক্ষাৎকার: নারীর জন্য বছরটি ছিল চ্যালেঞ্জিং

২. নারী বিজ্ঞানীদের অনুষ্ঠান : শি পাওয়ার ইন টেক 

৩. গান: আমাকে একা থাকতে দাও

৪. সিনচিয়াংয়ের নতুন যুগের নারী আলমা শেইখ 

৫. সাফ ফুটবলে বিজয়ী  নারীরা

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা?

শেষ হয়ে এলো ২০২১ সাল। আর একদিন পরেই  শুরু হবে ২০২২ সালের নতুন প্রভাত । নারীর জন্য কেমন ছিল বিদায়ী বছরটি? এ নিয়ে আজ আমরা কথা বলবো মানবাধিকার কর্মী ও বেসরকারি সেবা সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের প্রোজেক্ট ম্যানেজার শাহনাজ পারভীনের সঙ্গে। অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই। 

সাক্ষাৎকার

 

 

শাহনাজ পারভীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের উত্তরাঞ্চলের নারীদের অধিকার রক্ষায় কাজ করছেন। তিনি বলেন বিদায়ী বছরটি নারীর জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। কোভিড মহামারীর কারণে অনেক ধরনের সমস্যা মোকাবেলা করতে হয় নারীকে। মহামারীর কারণে স্কুল ছিল বন্ধ। অনেক মেয়ে এ সময় বাল্য বিয়ের শিকার হয়েছে। অনেকে কাজ হারিয়েছেন। অনেক প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন। পরিবারের অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। ঘরে আবদ্ধ থাকায় গৃহস্থালি শ্রমের বাড়তি চাপ নিতে হয়েছে নারীকে। অনেকে পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন। যৌন হয়রানির শিকারও হয়েছে অনেক শিশু। এ বছর সোশ্যাল মিডিয়ায় অনেক নারী হয়রানির শিকার হয়েছেন। সরকারি ও বেসরকারি অনেক সেবা সংস্থা ভিকটিমদের যথাযথ সেবা পৌছে দিতে পারেনি ও সাহায্য করতে পারেনি লকডাউনের কারণে। তবে নারীর জন্য কিছু সাফল্য ও অর্জনও ছিল এ বছর। ক্রীড়াক্ষেত্রে নারীরা সাফল্য অর্জন করেছে। 

২০২২ সালে শাহনাজ পারভীনের প্রত্যাশা হলো, নারীরা অন্যের উপর নির্ভর না করে নিজের শক্তিতে, নিজের  নির্ধারিত লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। নারী-পুরুষের বৈষম্যমুক্ত পৃথিবী তার প্রত্যাশা। 


নারী বিজ্ঞানীদের অনুষ্ঠান : শি পাওয়ার ইন টেক 

  

প্রযুক্তি ও বিজ্ঞানে নারীর অংশগ্রহণ বাড়াতে শি পাওয়ার ইন টেক শিরোনামে নারী বিষয়ক একটি নতুন প্রোগ্রাম চালু হয়েছে। এটি চীনা সেন্ট্রাল টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে। এতে নারী বিজ্ঞানীদের পদক্ষেপ, গবেষণা কার্য্রক্রম ও সফলতার সূত্র তুলে ধরা হচ্ছে। বিস্তারিত  প্রতিবেদনে

চীনের নারী বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রম এবং কণ্ঠস্বরকে বিশ্বব্যাপী তুলে ধরতে শি পাওয়ার ইন টেক শিরোনামে একটি ধারাবাহিক টিভি সিরিজ সম্প্রচার শুরু করছে দেশটির সেন্ট্রাল টেলিভিশন।

চলতি মাসের ৩ ডিসেম্বর চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধ্যাপক এবং জিনতত্ত্ববিদ ফু ছিয়াওমেইয়ের সাক্ষাতকারের মধ্য দিয়ে প্রিমিয়ার করা হয় অনুষ্ঠানটির।   

জীববিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ নিয়ে বড় হয়েছেন ফু। তিনি শানসি প্রদেশের সিয়ানে নর্থওয়েস্ট ইউনিভার্সিটিতে এবং তারপরে বেইজিংয়ের চাইনিজ একাডেমি অব সায়েন্সে পড়ার পর জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের জেনেটিক্স বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।   

বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনেক কিছু বলার আছে বলে মনে করেন ফু। তিনি আরো মনে করেন, নারী বিজ্ঞানীদের কথা মানুষকে জানানো খুব গুরুত্বপূর্ণ। কারণ তারাই আগামী প্রজন্মের মেয়ে শিশুদের প্রেরণা। শিক্ষার মতো অন্যান্য ক্ষেত্র ছাড়াও বিজ্ঞানে অবদান রাখা নারীদের সংখ্যা এখনো কম।  এই অনুষ্ঠানের উপস্থাপক লু চিয়ান বলেন, প্রযুক্তি ক্ষেত্রে নারীদের আরো বেশি এগিয়ে নিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নারী বিজ্ঞানীরা কেন বিজ্ঞানের প্রেমে পড়েছেন তাদের  নিজস্ব গল্প নিয়ে অনুপ্রেরণামূলক টিভি সিরিজ শি পাওয়ার ইন টেক। 


গান: আমাকে একা থাকতে দাও

 

সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই। চীনের একজন জনপ্রিয় সংগীতশিল্পী হেবে থিয়ান। তার চীনা নাম থিয়ান ফুচেন। ১৯৮৩ সালে জন্ম নেয়া এই শিল্পী ২০০০ সালের দিকে জনপ্রিয়তা পান। গোল্ডেন মেলেডি অ্যাওয়ার্ড, চায়নিজ, গ্লোবাল চায়নিজ মিউজিক অ্যাওয়ার্ডসহ দেশী বিদেশী অনেক সম্মাননা জয় করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই শিল্পী। এখন শুনবো হেবে থিয়ানের কণ্ঠে একটি গান। গানটির শিরোনাম ‘আমাকে একা থাকতে দাও’।  


সিনচিয়াংয়ের নতুন যুগের নারী আলমা শেইখ 


 


সিনচিয়াংয়ের নারীরা এক সময় কেবল গৃহস্থালি আর পারিবারিক কৃষিভূমিতে শ্রম দিতেন। কিন্তু এখন তারা উচ্চশিক্ষা গ্রহণ করে নানা রকম পেশায় নিয়োজিত হচ্ছেন। এতে তাদের যেমন জীবন মানের উন্নয়ন ঘটছে তেমনি সমাজও সার্বিকভাবে উন্নত হচ্ছে। শুনুন এমন একজন গ্রামীণ নারীর গল্প। 


সিনচিয়াংয়ের নারী আলমা শেইখ। তিনি গবাদি পশুর চিকিৎসক। সিনিয়র ভেটেরিনারিয়ান আলমা শেইখ সিনচিয়াংয়ের সাওয়ান সিটির ওয়েস্ট গোবি টাউনে বাস করেন। ২০ বছর ধরে এই পেশায় আছেন তিনি। গরু, ভেড়া ও অন্যান্য গৃহপালিত পশুর চিকিৎসায় পুরো গ্রামের তিনি নির্ভরযোগ্য ডাক্তার।  আলমা বলেন,‘যখন প্রথম এই পেশায় আসি তখন আমি অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষা নেই। ’

 

আলমা তখন ইনজেকশনও দিতে জানতেন না। অথচ এখন গবাদি পশুর অপারেশনও করছেন দক্ষ হাতে। পশুপালকদের মধ্যে তিনি খুব জনপ্রিয়। তাদের তিনি পরামর্শ দেন কিভাবে উন্নত জাতের গবাদি পশু পালন করতে হয়, কিভাবে পুষ্টিকর খাবার দিতে হয়। গবাদি পশুর রোগ বালাই প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

এই এলাকার গবাদি পশুর উন্নয়ন ঘটার ফলে গ্রামবাসীদের আয় রোজগার বাড়ছে। উন্নত হচ্ছে জীবন মান। তিনি বলেন, ‘পশুপালকদের সমস্যা সমাধান আর গবাদি পশুর চিকিৎসার পর যখন সফল হই, তখন সবচেয়ে আনন্দ হয়। এটাই আমার বড় প্রাপ্তি।’

 

সমাজে সম্মানজনক অবস্থানও পেয়েছেন আলমা। তার স্বামী একটি ভেটেরিনারি ওষুধের দোকান দিয়েছেন। সেখান থেকে আয় হচ্ছে ভালো। এই দম্পতির কন্যা সন্তান স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। সে স্কুলে নাচ গানও শিখছে। সুখী পরিবার গড়েছেন তারা।


সাফ ফুটবলে বিজয়ী  নারীরা

 

সুপ্রিয় শ্রোতা বছরটি শেষ হচ্ছে বাংলাদেশের নারীদের সাফল্যের খবর দিয়ে। সাফ অনুর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে  ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। ২২ ডিসেম্বর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ দল।অধিনায়ক মারিয়া মান্দার দলের জয়সূচক গোলটি আসে আনাই মাগিনির কাছ থেকে। বাংলাদেশের হয়ে পাঁচ গোল করে টুর্নামেন্ট সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন শাহেদা আক্তার রিপা। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি। 

এই আনন্দ সংবাদের মাধ্যমেই শেষ হচ্ছে আজকের আকাশ ছুঁতে চাই। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla. 

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন। 

সার্বিক  সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী 

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

নারী বিজ্ঞানীদের অনুষ্ঠান : শি পাওয়ার ইন টেক প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

সিনচিয়াংয়ের নতুন যুগের নারী আলমা শেইখ এবং সাফ ফুটবলে বিজয়ী  নারীরা প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী