পারমাণবিক বর্জ্য পানি সাগরে ফেলার জাপানি সিদ্ধান্ত মানবজাতিকে হুমকির মুখে ফেলেছে: সিআরআই সম্পাদকীয়
2021-12-29 20:31:34


ডিসেম্বর ২৯: নতুন বছর ২০২২ সালকে সামনে রেখে গোটা বিশ্ব আরো সুন্দর ভবিষ্যত প্রতাশ্যা করছে। তবে সেই আশার গুড়ে বালি দিয়েছে জাপান। সম্প্রতি ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের পারমাণবিক বর্জ্য পানি ত্যাগের পরিকল্পনা ঘোষণা করেছে জাপান । জাপান আবারো ভুল পথে এগিয়ে যাচ্ছে। এমন আচরণ জাপানের জনগণ ও আশেপাশের দেশকে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। কারণ এটি মানবজাতির অভিন্ন ভবিষ্যতের প্রতি হুমকি সৃষ্টি করেছে। 


সাগরে পারমাণবিক বর্জ্য পানি ঢালার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত আট মাস ধরে আন্তর্জাতিক সমাজ জাপানকে একাধিক প্রশ্ন জিজ্ঞেস করে উদ্বেগ প্রকাশ করছে। তবে জাপান এসব বিষয়ে অবহেলা করে আসছে। বিভিন্ন মিথ্যাচার সৃষ্টি করছে এবং তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। এটি আসলে একেবারে দায়িত্বজ্ঞানহীন এবং স্বার্থপর আচরণ। 


জাপানের সরকার তাদের এই পরিকল্পনাকে ‘নিরাপদ’ বলে আসছে। তবে এ নিয়ে অনেক দেশ ও আন্তর্জাতিক পরিবেশ সংস্থার নানা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে টোকিও। সংস্থা ও দেশগুলো বারবার জানতে চাচ্ছে, যদি সত্যিকার অর্থে নিরাপদ হয়, তাহলে জাপান কেন তা নিজ দেশের লেকে বা জলাশয়ে ফলছে না? বা পরিশোধিত করছে না কেন? আসলে জাপানের এই পরিকল্পনার মৌলিক কারণ হচ্ছে টাকা বাঁচানো। 


উল্লেখ্য, বিশ্ববাসী এই পরিকল্পনার সমালোচনা কখনো বন্ধ করেনি, তবে যুক্তরাষ্ট্র নিজের কৌশলগত স্বার্থ বিবেচনায় জাপানের এমন পরিকল্পনার প্রতি সমর্থনের মনোভাব প্রকাশ করেছে। জাপান ও যুক্তরাষ্ট্রের এমন আচরণ পরিবেশ ও মানবজাতির সুস্থতা ক্ষতিগ্রস্ত করবে। জাপানকে তার সংশ্লিষ্ট সিদ্ধান্ত যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাহার করতে হবে, অন্যথায় দেশটি ঐতিহাসিকভাবে অপরাধী হিসেবে চিহ্নিত হবে বলে সিআরআইয়ের সম্পাদকীয়তে বলা হয়। 


(আকাশ/এনাম/রুবি)