বিদায় ২০২১
2021-12-29 10:07:08

বন্ধুরা, ২০২১ সাল শেষ হতে যাচ্ছে। এই বছরে অনেক স্মরণীয় ঘটনা ঘটেছে। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ দেশের ও বিশ্বের দশটি শীর্ষ খবর প্রকাশ করেছে। আমরা আজ একসাথে দেখব সেসব খবর।

 

প্রথমে দেশের খবরের দিকে নজর দেই। প্রথম খবর হল- চীনের কমিউনিস্টি পার্টির প্রতিষ্ঠার শততম বার্ষিকী উদযাপন করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীন সার্বিক সচ্ছল সমাজ গঠনের কথা ঘোষণা করেছেন।

আরেকটি খবর খুব উল্লেখযোগ্য। তা হল চীনে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

আরেকটি বিষয় আপনাদের কাছে নিশ্চয় মনে আছে, মহাকাশ গবেষণায় চীন অনেক দূর এগিয়েছে। চীন ‘মহাকাশ স্টেশন’  স্থাপন করেছে।

এসব খবর থেকে আমরা চীনের উন্নয়ন উপলব্ধি করতে পারি।

 

আর আন্তর্জাতিক বিষয়ে কি কি খবর রয়েছে?

একটি হলো, চীন বিশ্বের যৌথ উন্নয়ন এবং বহুপক্ষবাদ বাস্তবায়নের আহ্বান উত্থাপন করেছে।

আরও দেখেছি, মার্কিন বাহিনী তাড়াহুড়া করে আফগানিস্তান ছেড়ে গেছে। আফগানিস্তানের ভবিষ্যত ঝুঁকির মধ্যে পড়েছে।

চীনের বৈদেশিক মুদ্রা ১৮ মাস ধরে বেড়েছে, যা বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারে শক্তি যুগিয়েছে।

জাতিসংঘ জীববৈচিত্র্য কনভেনশনের স্বাক্ষরকারী দেশের ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা একটি সাধারণ চেতনায় পরিণত হচ্ছে।

 

৭৬তম জাতিসংঘ সাধারণ সম্মেলনে বেইজিং শীতলীন অলিম্পিক গেমসের প্রতি সমর্থন জানানো হয়েছে।

এসব গুরুত্বপূর্ণ ঘটনা আমরা একসাথে প্রত্যক্ষ করেছি। পুরো বছরের নানা কাজ বিবেচনা করলে দুঃখ ও আনন্দ দেখা যায়। সময় আমাদের সবাইকে জানিয়েছে যে, যদি আমরা ভালোভাবে নিজেদের কাজ করি, একসাথে সামনে এগিয়ে যাই, তাহলে আমাদের ভবিষ্যত্ উন্নত হবে।

 

আশা করি- ২০২২ সাল আরও সুন্দর হবে। আমাদের এই বিশ্ব আরও সুন্দর হবে।