ডিসেম্বর ২৮: বছরের শেষে চীনের বেশ কয়েকটি গবেষণা সংস্থা এবং গণমাধ্যমের প্লাটফর্ম ২০২১ সালে বার্ষিক চীনা চরিত্র ও শব্দ নির্বাচন করেছে।
সম্প্রতি চীনের বার্ষিক চীনা চরিত্র ও শব্দ, বার্ষিক দশটি নেটওয়ার্ক ভাষা, দশটি জনপ্রিয় শব্দ, দশটি নতুন শব্দ প্রকাশ করা হয়। ‘শাসন ( Governance)’, ‘সিপিসি’র প্রতিষ্ঠার শততম বার্ষিকী (The 100th anniversary of the founding of the Communist Party of China)’, ‘মহামারী (Epidemic)’ এবং ‘মেটাভার্স (Metaverse)’ যথাক্রমে বার্ষিক দেশীয় চীনা চরিত্র, দেশীয় চীনা শব্দ, আন্তর্জাতিক চরিত্র এবং আন্তর্জাতিক শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে।