ছেন হুই সিয়ান
2021-12-28 14:50:18

ছেন হুই সিয়ান বা প্রিসিলা ছেন ১৯৬৫ সালের ২৮ জুলাই চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের জনপ্রিয় একজন গায়িকা। ১৯৮৪ সালের জানুয়ারি মাসে তিনি অন্য দুজন শিল্পীর সঙ্গে একটি যৌথ অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের ‘ফ্যাকাশে প্রতিশ্রুতি’ গানটি দিয়ে তিনি শোবিজ জগতে প্রবেশ করেন। অগাস্ট মাসে তিনি তাঁর প্রথম একক অ্যালবাম ‘গল্পের অনুভূতি’ প্রকাশ করেন। অ্যালবামে পপ ও ক্লাসিক্যালসহ বিভিন্ন সংগীত স্টাইল অন্তর্ভুক্ত হয়।

 

প্রিসিলা’র আরও গল্প আপনাদের আমি পরেও বলতে পারব। তবে, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের তাঁর পপ ও ক্লাসিক্যাল স্টাইলের ‘ফ্যাকাশে প্রতিশ্রুতি’ গান শোনাতে চাই, কেমন?

 

১৯৮৫ সালে প্রিসিলার ‘ফুলের দোকান’ গানটি গেয়ে হংকংয়ের সংগীত জগতের দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৮৬ সালে তাঁর ‘ডান্সিং স্ট্রিট’ গানটি ‘জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস উপস্থাপনায় ডিস্কো গানের পুরস্কার জিতে। ১৯৮৮ সালে তিনি ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম ‘শরতের দৃশ্যাবলী’ প্রকাশ করেন। এই অ্যালবামের ‘এটি একটি ছোট পৃথিবী’ গানটি তাঁর সংগীত জীবনে প্রতিনিধিত্বকারী শিল্প-কর্মে পরিণত হয়। 

 

১৯৮৯ সালে প্রিসিলা ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম ‘তোমার চিরকালের বন্ধু’ প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান ‘হাজার হাজার গান’  চীনাভাষী অঞ্চলে অনেক দৃষ্টি আকর্ষণ করে। গানটি বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। কিন্তু একই বছর তিনি কিছুদিনের জন্য সংগীতজগত ত্যাগ করেন। আসলে গানটির বেশ কয়েকটি কভার সংস্করণ আছে। ক্যান্টোনিজ ভাষার সংস্করণই আছে দুটি। এ ছাড়া ম্যান্ডারিন ভাষার সংস্করণও আছে। 

 

১৯৯২ সালে প্রিসিলা ক্যান্টোনিজ অ্যালবাম ‘ফিরে আসুক’ প্রকাশ করেন। অ্যালবামে ‘দাম্পত্যের চা ঘর’ হংকং বেতারের ‘দশটি শীর্ষ চীনা সোনার গান’ পুরস্কার জয় করে। ১৯৯৫ সালে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে ফিরে এসে ‘ফিরে আসার জন্য স্বাগতম’ নামক অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৬ সালে তিনি হংকং কলিজিয়ামে দশটি সংগীতানুষ্ঠান আয়োজন করেন। 

 

প্রিসিলার ‘ফিরে আসুক’ নামক ক্যান্টোনিজ অ্যালবামে অন্তর্ভুক্ত আরেকটি গান অনেক জনপ্রিয় ছিল। গানের নাম ‘তুষার’।  গানটির সংগীত একটি জাপানিজ গান থেকে এসেছে। অ্যালবাম রেকর্ড করার সময় তিনি যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছিলেন। গ্রীষ্মকালের ছুটিতে তিনি হংকংয়ে ফিরে অ্যালবামটি রেকর্ড করেন। যখন তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন, সে শহরকে ‘তুষার নগর’ বলে গণ্য করা হয়। কিন্তু গানে বর্ণনা করা গল্প, প্রিসিলা’র নয়। (প্রেমা/তৌহিদ)