আপন আলোয় ৪৮
2021-12-24 18:58:46

 

 

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: শারমিন লাকি

 

অন্তরঙ্গ আলাপন

উপস্থাপনায় সেলিব্রেটি; অনুতাপ আবৃত্তির জন্যে…

ছবি: শারমিন লাকি

শৈশবে খুব ডানপিটে- একেবারে ‘টমবয়’ টাইপের ছিলেন। মায়ের হাতে বকাঝকা এমনকি পিটুনিও জুটতো মাঝেমধ্যে! আর বড়বেলায় একেবারে ভিন্নরূপ! শান্ত-শিষ্ট, মিষ্টি চেহারার লক্ষ্মী মেয়েটি!

তিনি শারমিন লাকি- একাধারে বিশিষ্ট আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও উপস্থাপক। প্রায় তিন দশক ধরে বাচিকশিল্পের চর্চায় রয়েছেন। উপস্থাপক হিসেবে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। আবৃত্তি-উপস্থাপনার পাশাপাশি কাজ করেন মডেলিং এবং ভয়েস ওভারে।

আবৃত্তি দিয়ে শুরু করলেও মাঝপেতে বাঁকবদল- চলে এলেন মডেলিং এবং উপস্থাপনায়। ‘সিদ্দিকা কবীরস রেসিপি’- শারমিন লাকিকে সেলিব্রেটি বানিয়েছে।

উপস্থাপনায় বড় সেলিব্রিটি হয়েও আবৃত্তিতে যথেষ্ট মনোযোগ না দিতে পারার জন্য রয়েছে দুঃখবোধ-অনুতাপ! দীর্ঘ বিরতির পর আবার ফিরেছেন আবৃত্তিতে। এখন মনপ্রাণ উজাড় করে আবৃত্তি চর্চা করতে চান। ব্যস্ত রয়েছেন তার সংগঠন ‘তাইরে নাইরে না’ ও ‘পঞ্চকন্যা’ নিয়ে।

চীন আন্তর্জাতিক বেতারে সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন তার দূরন্ত শৈশব, আবৃত্তিচর্চা আর উপস্থাপক জীবনের গল্প।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া

 

 

প্রিয় বন্ধুরা,

আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া