“কাঁচামাল আমদানিতে কর ছাড় দিলে বৈশ্বিক বাজারে চমক দেখাবে বাংলাদেশের চামড়াজাত পণ্য”
2021-12-24 18:54:20

ব্যবসাপাতির ৫৩তম পর্বে যা থাকছে:

 

# বাংলাদেশের ৩০ শতাংশ জুতার চাহিদা মেটায় পান্ডা স্যু!

# অলিম্পিক্সের ছোঁয়ায় জমজমাট চীনের গ্রাম পর্যটন

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“জুতা শিল্পের এক বিশাল সম্ভাবনাময় বাজার বাংলাদেশ। কারণ এখানকার ভোক্তা অনেক। দেশেই চামড়া উৎপাদন হওয়ার কারণে এ বাজারে আমাদের একটা শক্ত অবস্থান আছে। আর এ শিল্পটি শ্রমিক নির্ভর হওয়ায় সে চাহিদাও সহজেই পূরণ করা যায়। তবে চামড়ার বাইরেও জুতা তৈরির জন্য অন্যান্য যেসব উপকরণ প্রয়োজন তার প্রায় সবই আমদানি করতে হয়। এসব আমদানির ক্ষেত্রে কর সর্বনিম্ন করা উচিত, তখন দেশে শিল্পের বিকাশ ঘটবে। এর পাশাপাশি বিনিয়োগকারীরা যেন আকৃষ্ট হয়ে তেমন নীতি সহায়তা খুব দরকার।”

-        আরিফুল বাশার

-