আন্তর্জাতিক সম্মেলনে উঠে আসবে দারুণ সব অভিজ্ঞতা
2021-12-24 20:39:56

হাবিবুর রহমান অভি:

পুরো পৃথিবীকে এখনো আতঙ্কে রেখেছে করোনাভাইরাস। মহামারি সৃষ্টিকারী এ ভাইরাসটিকে কাবু করার দারুণ সব অভিজ্ঞতা বিনিময়ের লক্ষে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ব্র্যাক । আগামী ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এর আয়োজক ‘ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ’ এবং বাংলাদেশ হেলথ ওয়াচ।

সম্মেলনে অংশ নেবেন কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ।

সম্মেলনের প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডেভিড নাবারো প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন।

সম্মেলনে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের লিংক ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং বাংলাদেশ হেলথ ওয়াচের ওয়েবসাইটে দেওয়া হবে ২০২২-এর জানুয়ারির শুরুতে।

প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং করা হবে সম্মেলনটি। - হাবিবুর রহমান অভি/রহমান