কফিহাউসের আড্ডা: অধ্যাপক ইমতিয়াজ আহমেদের চোখে ২০২১ সাল এবং ২০২২ সালের প্রত্যাশা
2021-12-24 19:28:25

প্রিয় বন্ধুরা, কফিহাউসের আড্ডায় আপনাকের স্বাগত জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। ২০২‌১ সাল দেখতে দেখতে চলে যাচ্ছে। বিদায়ী বছরের বিভিন্ন আন্তর্জাতিক বিষয় ও আসন্ন বছরের প্রত্যাশা নিয়ে আজ আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সম্মানিত অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের সঙ্গে।