শান্তা মারিয়া, চীন আন্তর্জাতিক বেতার: চীনে শীতকালীন অলিম্পিক্সকে সামনে রেখে চাঙ্গা হয়ে উঠেছে গ্রামীণ পর্যটন। অলিম্পিক্স উপলক্ষ্যে আসা পর্যটকরা উপভোগ করছেন গ্রামীণ জীবনের স্বাদ। এতে আর্থিক স্বচ্ছলতা ফিরেছে গ্রামাঞ্চলে।
শীতকালীন অলিম্পিক্সের কেন্দ্রস্থল চীনের রাজধানী বেইজিং। এরইমধ্যে দেশি-বিদেশি খেলোয়াড় ও সংশ্লিষ্টদের আনাগোনায় মুখরিত বেইজিংয়ের উপকণ্ঠের ইয়ানছিং জেলা। ফলে এই অঞ্চলের গ্রামীণ জনপদে লেগেছে পর্যটনের ছোঁয়া।
গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী স্থাপনা ও খাবারের স্বাদ নিতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। ফলে চিনচুয়াং টাউনের অধিবাসীরা নিজেদের বাড়িতে স্থাপন করছেন ছোট ছোট পর্যটনকেন্দ্র। নানা রকম খাবার পরিবেশন করছেন তারা পর্যটকদের।
স্থানীয় সুস্বাদু খাদ্য পরিবেশন করা হচ্ছে আকর্ষণীয়ভাবে। ঘরোয়াভাবে ব্যক্তি উদ্যোগে তৈরি এসব পর্যটন কেন্দ্র চীনের গ্রাম পর্যটন ব্যবস্থাকে আরও গতিশীল করে তুলছে।
বিশেষ করে আসন্ন শীতকালীন অলিম্পিককে ঘিরে গ্রাম পর্যটন বেশ চাঙ্গা হয়ে উঠেছে। ছোট ছোট বাড়ির ভিতর অতিথি থাকার ব্যবস্থার ফলে বাড়ছে গ্রামবাসীদের আয়, সৃষ্টি হচ্ছে চাকরির সুযোগ।
“স্থানীয়রা তাদের বাড়িগুলো পর্যটকদের ভাড়া দিচ্ছে। নিজেদের ব্যবসায় নিজেরাই প্রধান হচ্ছে। তাদের আয়ও বাড়ছে।“
বাড়িগুলোতে পযটকদের জন্য রয়েছে আধুনিক সুযোগ সুবিধা। ১৫০টি সেরা হোমস্টে ব্র্যান্ডের ৪৫০০টি বেড রয়েছে। শিশুদের খেলাধুলার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
শীতকালীন অলিম্পিক্সকে সামনে রেখে তুষার ও বরফের বিভিন্ন খেলাধুলাও জনপ্রিয়তা পেয়েছে।
“তুষার ও বরফ পর্যটনে এখন পর্যন্ত ৮.৩ মিলিয়ন পর্যটক এসেছেন।“
বেইজিংয়ের উপকন্ঠে গড়ে ওঠা এসব গ্রামীণ পর্যটন কেন্দ্রে পর্যটকরা উপভোগ করছেন স্কি এবং অন্যান্য বিনোদন।