বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও পাশ্চ্যাত্যের কূটনীতির অপব্যবহার
2021-12-24 15:40:21

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের আর মাত্র ৪০ দিন বাকি। এরপরই শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের উত্তেজনাপূর্ণ শীতকালীন আয়োজন। ইতোমধ্যে বিশ্বের ক্রীড়াবিদদের আমন্ত্রণ জানিয়েছে চীন। পুরোদমে চলছে স্টেডিয়াম ও অলিম্পিক ভিলেজের প্রস্তুতিকাজ। পাশাপাশি আছে করোনাভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ সতর্কাবস্থা। এই অবস্থায় থেমে নেই কূটনৈতিক ষড়যন্ত্র। আর্থ-রাজনৈতিক ও ভৌগোলিক নানা ইস্যুতে চীনের বিরোধী রাষ্ট্রগুলো ক্রীড়া খাতকে ষড়যন্ত্রের মঞ্চ বানানোর জোর চেষ্টা চালাচ্ছে। তবে, বরাবরের মতো আন্তর্জাতিক মতৈক্য এবারও জয়ী হবে বলে আশা করছেন শান্তিকামী মানুষ।

 

দেড় মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস। আগামী ৪ ফেব্রুয়ারি অলিম্পিক গেমস উদ্বোধন করা হবে। যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের ক্রীড়াবিদদের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণে স্বাগত জানিয়েছে চীন। মার্কিন অলিম্পিক কমিশনের সিইও সারাহ হির্শল্যান্ড সম্প্রতি ঘোষণা করেছেন যে, ২৩০জন মার্কিন ক্রীড়াবিদ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও ৬৫জন বেইজিং শীতকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমসে অংশ নেবে।

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন চীনের জন্য বিশেষ তাত্পর্যময়। আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিশনের চেয়ারম্যান থমাস বাখ বলেন, বেইজিং নতুন ইতিহাস তৈরি করবে। বেইজিং হবে অলিম্পিকের ইতিহাসে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এবং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করা একমাত্র শহর। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস চীনা জনগণকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করবে; যা শীতকালীন অলিম্পিক গেমসের ইতিহাস পরিবর্তন করে দেবে।

২০১৫ সালে চীনের শীতকালীন অলিম্পিক আয়োজনের আবেদন চূড়ান্তভাবে গ্রহণ করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি; চীন লাভ করে ২০২২ শীতকালীন অলিম্পিক আয়োজনের যোগ্যতা। তখনও চীনের তিন ভাগের এক ভাগ অঞ্চলে শীতকালীন ক্রীড়ার প্রচলন ছিল না। বেশ কয়েকটি আইটেমে অংশগ্রহণের যোগ্যতাও ছিল না চীনের। তবে চীনের আর্থ- সামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনের দুর্বলতা অনেক কমেছে; চীন এখন শীতকালীন ক্রীড়ায়ও ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে।

 

এর আগে ২০০৮  সালের ৩০ মার্চ, বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজন করা হয় এবং বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিতভাবে একটি অতুলনীয় অলিম্পিক গেমস আয়োজন করে। ১৩ বছরে চীনের অলিম্পিক গেমসের বিরাট উন্নতি হয়। এবার বেইজিংয়ের ১২টি স্টেডিয়ামে শীতকালীন অলিম্পিক গেমস হবে, যেখানে ২০০৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস হয়েছিল। এতে অলিম্পিক আয়োজনের খরচ অনেক সাশ্রয় হয়েছে।

 

শীতকালীন অলিম্পিক গেমস করোনাভাইরাসের মহামারি প্রতিরোধের কঠোর চ্যালেঞ্জের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে। তখন শতাধিক দেশ ও অঞ্চলের কয়েক হাজারেরও বেশি খেলোয়াড় চীনে এসে ৭টি বড় ইভেন্টে অংশ নেবেন। স্টেডিয়ামর নির্মাণ, প্রতিযোগিতার প্রস্তাব প্রণয়ন, বিভিন্ন ক্ষেত্রে নিশ্চয়তার কাজ, মহামারি প্রতিরোধব্যবস্থা জোরদার করা, খেলোয়াড়দের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ, সব বিষয়ের মধ্যে রয়েছে অলিম্পিক  গেমস আয়োজনে চীনের প্রচেষ্টা।

পাশাপাশি, চীন মহামারি প্রতিরোধে উপযোগী ব্যবস্থা নিয়েছে। খেলোয়াড়দের টিকা গ্রহণ করা,  প্রতিযোগিতার সময় নির্দিষ্ট স্থানে থাকার মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে বিদেশি দর্শকদের কাছে টিকিট বিক্রি করা হবে না। দেশ-বিদেশের সব অংশগ্রহণকারী ও কর্মীদের প্রতিদিন নিউক্লিক এসিড পরীক্ষা করতে হবে। এবার নিরাপদ অলিম্পিক গেমস আয়োজনের জন্য চীন প্রতিটি বিস্তারিত বিষয় বিবেচনা করেছে। যা চীনের দায়িত্বশীল মনোভাবের প্রতিফলন।

পাশাপাশি চলছে কূটনৈতি অপতত্পরতা। সম্প্রতি বাইডেন প্রশাসন ঘোষণা করে যে মার্কিন কর্মকর্তারা বেইজিং-এ ২০২২ সালের শীতকালীন অলিম্পিকে অংশ নেবেন না। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সম্প্রতি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে কর্মকর্তা পাঠাবে না বলে ঘোষণা করেছে।

 

তবে, চিন এই ধরনের যে কোনও কূটনৈতিক বয়কটের বিরুদ্ধে অনির্দিষ্ট ‘পাল্টা ব্যবস্থা’ নেওযার হুঁশিয়ারি দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন অস্ট্রেলিয়ার এমন মন্তব্য গুরুত্বপূর্ণ কনোও বিষয় নয়। অস্ট্রেলিয়া বেইজিং শীতকালীন অলিম্পিকে সরকারি কর্মকর্তাকে পাঠানোর বিষয়টিকে সিনচিয়াংয়ের মানবাধিকার ইস্যুর সঙ্গে যুক্ত করেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক বিষয়।

 

এর পাশাপাশি আন্তর্জাতিক সমাজ এবং বিশ্বের অনেক দেশ নানা পদ্ধতিতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে। গত ২ ডিসেম্বর জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের সম্মেলনে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সময় যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক মহল আশা করে অলিম্পিক গেমস নিয়ে রাজনৈতিক আচরণ উচিত নয়। তারা বিশ্বাস করে, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস বিশ্ববাসীর একতা জোরদার করতে পারবে এবং বিশ্বের শান্তি ও উন্নয়ন এগিয়ে নিতে পারবে।