মে-অগাস্ট দুই বোন। নানচিংয়ের গণহত্যায় নিহত হন তাদের বাবা-মা। শরণার্থী শিবির থেকে উসি শহরে নিয়ে যান একমাত্র অবিভাবক চাচা। সেখানে বড় বোন মে’র সঙ্গে বন্ধুত্ব হয় আরেক যুদ্ধ শিশু ফাং ইয়ের সঙ্গে। জাপানি বাহিনীর বিমান হামলায় এবার নিহত উভয় পরিবারের অবিভাবকরা। অসহায় যুদ্ধ শিশু মে, অগাস্ট এবং ফাং ই। যুদ্ধকালীন শিশুদের প্রশ্নবিদ্ধ ভবিষ্যৎ, যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়েছে “মে এন্ড অগাস্ট” সিনেমায়। বিস্তারিত হোসনে মোবারক সৌরভের রিভিউতে…