নির্বিচারে সাধারণ মানুষ হত্যাকারী যুক্তরাষ্ট্র মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্য নয়!-সিএমজি সম্পাদকীয়
2021-12-23 20:31:35


ডিসেম্বর ২৩: তদন্তকারী সাংবাদিক আজমত খান সম্প্রতি মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিয়ে ‘নিউইয়র্ক টাইমসে’ ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছেন। তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী বিপুল পরিমাণ বেসামরিক নাগরিক হত্যা করেছে। গত ২০ বছরে মার্কিন বাহিনী ইরাক, আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমনে ৯০ হাজারেরও বেশি বিমান হামলা চালিয়েছে; এতে কমপক্ষে ৪৮ হাজার সাধারণ মানুষ মারা গেছে। তাঁর প্রতিবেদন দেখার পর মার্কিন নেটিজেনরাও মার্কিন বাহিনীর প্রতি নিন্দা জানিয়েছে। এ বিষয়ে সিএমজি সম্পাদকীয় জানিয়েছে, নির্বিচারে সাধারণ মানুষ হত্যাকারী যুক্তরাষ্ট্র মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্য নয়!

এদিকে হোয়াইট হাউস এখনও এ বিষয়ে কোনও জবাব দেয় নি। অবশ্য এটি হলো পেন্টাগনের স্বাভাবিক অবস্থা।

আজমত খান তাঁর প্রতিবেদনে বলেন, মার্কিন বাহিনী বেসামরিক নাগরিক হত্যা করলেও তা বাহিনী অনুমোদন দেয় এবং তা গ্রহণযোগ্য আক্রমণ বলে গণ করা হয়। সামরিক কল্যাণের জন্য বেসামরিক স্বার্থ উপেক্ষা করা হয়। এটি হলো যুক্তরাষ্ট্রের যুক্তি।

আজ (বৃহস্পতিবার) চীনের মানবাধিকার গবেষণালয় ‘মার্কিন গণতন্ত্রের সীমাবদ্ধতা ও অসুবিধা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ইতিহাস প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্র যেসব দেশে গণতন্ত্র রপ্তানি করেছে—তা স্থানীয় বাসিন্দাদেরকে সমৃদ্ধি ও উন্নতি দেয় নি। বরং নতুন মানবিক বিপর্যয় ডেকে এনেছে।

 

যুক্তরাষ্ট্রের সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত ও জবাবদিহি করার সময় এসেছে। ন্যায়বিচার দেরিতে হতে পারে, তবে তা বাদ দেওয়া যাবে না।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)